“প্রিয়তমা তুমি আমার স্বদেশ”

উপলব্ধি (এপ্রিল ২০১৬)

অসীম অম্বর
  • ১৩
আমি জানি তোমার আর আমার মাঝে বিস্তর তফাৎ;
তাইতো তোমার চিন্তা-চেতনা ও বিশ্বাসের মূলে আঘাত
হানতে চাইনি কখনও।
তুমি থাকবে প্রিয়তমা বঁধু আমার,
তুমি থাকবে আমার হৃদয়ে-আমার অস্তিত্বে;
আমার ভালোলাগার প্রতিটি মূহুর্ত জুড়ে।
তুমি হয়তো জানোনা বসন্ত বিদায় নিতে না নিতেই
চুরি হয়ে গেছে-আমার বাগানের সমস্ত ফুলের সৌরভ
চুরি হয়ে যাওয়া বিশ্বাসের মতো।
আজকাল বিশ্বাসের মতো চুরি হচ্ছে স্বপ্ন-
আই,সি,সি’র সাথে আমি তোমাকে মেলাবো না প্রিয়তমা,
কেননা আই,সি,সি শুধু তাসকিন-সানি’র স্বপ্ন চুরি করেনি-
চুরি করেছে ষোল কোটি বাঙালির স্বপ্ন;আর তুমিতো করেছো আমার।
প্রিয়তমা বঁধু আমার তুমি হয়তো এও জানোনা-
আমি এতোদিন বেঁচে আছি একটা বিশ্বাসের লাঠিতে ভর করে,
তোমার কোমল হাতের ছোঁয়ায় কী করে যে ভেঙে যাবে
সেই বিশ্বাসের লাঠিটা-বুঝতেই পারিনি।
তুমি ভেবোনা প্রিয়তমা বঁধু আমার-
এ নিয়ে আমি তোমাকে দোষারোপ করবো না কখনও;
কেননা আমি তোমাকে ভালোবাসি।
ভালোবাসা আমার সহজাত প্রবৃত্তি,নেশা এবং পেশা।
আমি ভালোবাসি ফুল,ভালোবাসি পাখি,ভালোবাসি নদী
ভালোবাসি আকাশ এবং প্রকৃতিকে-
ভালোবাসি নির্মল জ্যোৎস্না রাতে নির্জন পথ ধরে একাকী হাঁটতে।
আমি ভালোবাসি আমার জন্মদাতা পিতা এবং জন্মদাত্রী স্নেহময়ী মাতাকে,
ভালোবাসি মানুষকে-আমি ভালোবাসি তোমাকে প্রিয়তমা বঁধু আমার......
আর ভালোবাসি আমার মতোই দীর্ঘকাল ধরে রোগাক্রান্ত প্রিয়তমা স্বদেশকে
জন্মাবধি যে রোগে-শোকে,অনাদরে-অবহেলায়,অনলে-বারুদে দগ্ধ;
প্রবাহমান দুর্নীতি যার শিরা-উপশিরায়।
কোন তন্ত্র-মন্ত্র কী থামাতে পেরেছে কোটি প্রাণের হাহাকার ?
রিজার্ভ ব্যাংকের টাকার মত চুরি হয়ে যাওয়া মন নিয়ে
আমি আর কতটা ভাবতে পারি বলো?
যেখানে টাকাই এখন সব-
টাকার কাছে জিম্মি আজ মানবতা,বিবেক,বিশ্বাস এবং ভালোবাসা।
ব্যবসা আর রাজনীতি শব্দ দুটি নিজেরাই গোলমাল পাকিয়ে যখন হয়ে গেলো বিজিনীতি
তখন আর এ নিয়ে ভাববার অবকাশ কোথায়?
পুঁজিবাদ,দ্রব্যমূল্য,মুদ্রাস্ফিতি এসবতো অনেক দূরের কথা.........
প্রতিহিংসা,দুর্নীতি,ক্ষমতালিপ্সার কাছে জিম্মি আজ গণতন্ত্র-
যার জন্য ঝরেছিল তিরিশ লক্ষ তাজা প্রান,দু’লক্ষ মা-বোনের সম্ভ্রম।
আমরা কী ভুলে গেছি শহীদ সামছুজ্জোহাকে,শহীদ নূর মোহাম্মদকে
শহীদ বুদ্ধিজিবীদের সেই রক্তের বলিদান।
চেয়ে দেখো প্রিয়তমা বঁধু আমার-
আমার স্বদেশের মাটিতে আজও শুকোয়নি সেই রক্তের দাগ
তোমার দেয়া আঘাতের ক্ষত চিহ্নের মত তা আজও অমলিন......
তবুও তো আমি তোমাকেই ভালোবাসি,ভালোবাসি চিন্তা করতে
আমার স্বদেশকে আমি ভালোবাসি।
আমারা কি ভুলে গেছি আমাদের ইতিহাস?
কোথায় সে বজ্রকন্ঠ ধ্বনি?
যার এক উচ্চারণে একত্রিত শহর-নগর-বন্দর,
গ্রাম-গঞ্জের আপামর জনতা;চেয়েছিলো কাম্য বস্তু স্বাধীনতা।
প্রিয়তমা বঁধু আমার
যাদের রক্তে গড়া স্বাধীনতা,সার্বভৌমত্বের উপর দাঁড়িয়ে আছি
সেই স্বদেশের বুকে আজও কেন থামেনি নৈরাজ্য,দুর্নীতি,অরাজকতা।
এ দেশের আশি ভাগ কৃষক এখন চরম হতাশায়;
বেকায়দায় পরে গেছে মধ্যবৃত্ত শ্রেণী-
আমলাতন্ত্রের উচ্চহাস্যে স্থবির জনতা আজ বাকরুদ্ধ।
আমরা আমাদের চিন্তার গতিশীলতা হারিয়ে ফেলছি,
এই জাতিকে আজ মেধাশুন্য করার পায়তারা চলছে......
প্রিয়তমা বঁধু আমার-এই মেধাশুন্য জাতি নিয়ে
আমরা আর কতদূর এগুবো আমি ভেবে পাইনা।
যে ভাবনার গভীরতা,যে আবেগের তাড়না
একদা আমাদের রক্তে জ্বেলেছিল আগুন;
যে বিশ্বাস আমাদের ঘুমুতে দেয়নি-
যে বিশ্বাসের বদৌলতে পেয়েছিলাম কাঙ্ক্ষিত স্বাধীনতা
আজ পঁয়তাল্লিশ বছর পরেও খুঁজতে হয় সেই স্বাধীনতার মানে
এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?
প্রিয়তমা বঁধু আমার আমি আর ভাবতে পারছিনা
মাথা আমার ভারী হয়ে আসছে;
আমি বেশ বুঝতে পারছি এসব জটিল ভাবনা আমার কাজ নয়-
আমারা বরং জেমসের গান শুনতে পারি-“হুমায়রা বিশ্বাস চুরি হয়ে গেছে”
আবার নির্মলেন্দু গুনের কবিতার দু’একটা লাইনও আওরাতে পারি-
“আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি
প্রেম এসে যাযাবর কন্ঠে চুমু খেলে মনে হয়-
বিরহের স্মৃতিচারণের মত সুখ বুঝি আর কিছু নেই ।”
আবার দেশের প্রতি গভীর মমত্ববোধ থেকে গাইতে পারি-
কবি গুরু’র গান “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”
অথবা “ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা”।
আর তোমার কানের খুব কাছে মুখ রেখে ফিসফিসিয়ে বলতে পারি-
প্রিয়তমা বঁধু আমার-আমি তোমাকেই ভালোবাসি।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রেজওয়ানা আলী তনিমা বেশ লাগলো, বিস্তৃত উপমার ব্যবহার।
মোহাঃ ফখরুল আলম ভাল লিখেছেন। ভোট রইল। আমা্র কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ফেরদৌস আলম চুরি হয়ে যাওয়া বিশ্বাস - দারুণ উপমা দিলেন তো ভাই !
নাস‌রিন নাহার চৌধুরী দেশ প্রেমের কবিতায় ভোট রইল।
রুহুল আমীন রাজু অনেক ভালো লাগলো কবিতাটি.শুভেচ্ছা.
Fahmida Bari Bipu দীর্ঘ কবিতা, ভাবটুকু সুন্দর, কিন্তু ভাব ও ভাষার ঠিক যুৎসই মেলবন্ধনটা অনুপস্থিত। শুভেচ্ছা রইল আগামীর জন্য।
Helal Al-din আমার মনের মত কবিতা ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
গোবিন্দ বীন “আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি প্রেম এসে যাযাবর কন্ঠে চুমু খেলে মনে হয়- বিরহের স্মৃতিচারণের মত সুখ বুঝি আর কিছু নেই ।” আবার দেশের প্রতি গভীর মমত্ববোধ থেকে গাইতে পারি- কবি গুরু’র গান “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” অথবা “ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা”।ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।

২৮ আগষ্ট - ২০১৫ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী