ছেলেটির হাত মেয়েটির হাত ছুঁয়ে গেলে
হাত সরিয়ে নিয়েছিল মেয়েটি,
তার পায়ের পাতায় ছুঁয়ে গেলে ছেলেটির পা
দিয়েছিল হাই-জাম্প;
ছেলেটি অবাক চোখে মেয়েটির চোখের তারায়
খুঁজেছিল আগুন –
মেয়েটি চোখ নামিয়ে ঝরিয়েছিল অশ্রু !
যৌবনের উদাসী দখিনা হাওয়ার দৃশ্যপটে তখনও
মঞ্চে অপেক্ষমান জড়িয়ে ধরার সিকোয়েন্স,
ওষ্ঠে ওষ্ঠপাতের ক্লাইমেক্স ৷
অথচ সমস্ত রসায়ন ব্যর্থ করে মেয়েটি
ছেলেটিকে শোনাল কৈশোরের ব্যর্থ প্রেমের গল্প;
লাল টকটকে তার মুখ, গরম কান…
তীব্র ধিক্কারে চেঁচিয়ে উঠল – ‘মি টু (Me too)!’
বিবর্তনের ধারায় সংযোজিত হল কৃপণতার নতুন অধ্যায় -
আবেগের রুদ্ধ দুয়ারে প্রেমের কৃপণতা ৷
ভালবাসার শূন্যঘরে হাহাকার করে মরল শরীর,
লামার্কের ব্যবহার-অব্যবহার তত্ত্ব…
advertisement
ছেলেটিকে শোনাল কৈশোরের ব্যর্থ প্রেমের গল্প///
পবিত্র ভালোবাসা আর মেয়েটা তার যৌবন জ্বালায় মরে।ভালো লিখেছেন।আম... আরও দেখুন
অাপনাদের জন্য নতুন ওয়েব সাইট www.kobitagolpo.com
তৈরি করা হয়েছে নতুন অাঙিকে।
এখানে বর্তমান প্রতিযোগীতার জন্য নির্ধারিত “বাবা-মা” শিরোনামে লেখা জমা দেয়ার জন্য অামন্ত্রণ করা হচ্ছে। অাগ্রহীগণ ২৫ নভেম্বরের মধ্যে www.kobitagolpo.com এ লিখা জমা... আরও দেখুন