টুকরো টুকরো কোমলতা

কোমল (এপ্রিল ২০১৮)

হাসান হামিদ Hasan Hamid
  • ১০
  • ১৪
এক.
বেইলি রোডে একলা হাঁটার সময়,
মনে কি পড়ে না? পড়ে।
চৈত্র-দুপুরে কতোটুকু তাপ লাগে?
তারচেয়ে বেশি অনুতাপে কবি পোড়ে!

দুই.
মনে পড়া যদি ভালো হয় তবে সুখ,
সবটা সময় মনে পড়াপড়ি হোক !

তিন.
কী করে অমন বানালে তীক্ষ্ম আঁখি?
যেদিকে তাকাও পৃথিবী সেদিকে পোড়ে,
কীভাবে অমন মনকে বেধেঁছো মায়ায়?
তুমিই সহজ; কঠিন দুনিয়াজুড়ে !

চার.
ক্ষীরের মতোন তোমার দেহ,
ধূসর কোমল হাত;
তুমি কি বুঝ কেমন বিষাদ
একলা থাকার রাত!

পাঁচ.
তোমার চরণ যখন যেখানে রাখো,
সেখানেই দ্রুত সোনা ফলে কী যে সুখে;
ফেরাও যেদিকে চাঁদ মুখখানি কোমল,
স্বস্তি বাতাস বয়ে যায় সেই দিকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রবিউল ইসলাম সুন্দর লিখেছেন কবি। আপনার জন্য ভোট। আমার পাতা ঘুরে আসুন। ভাল থাকবেন।
মাইনুল ইসলাম আলিফ খুব সুন্দর।শুভ কামনা আর ভোট রইল।।আসবেন আমার পাতায়
ওয়াহিদ মামুন লাভলু অনুতাপের জ্বালা চৈত্র-দুপুরের তাপের চেয়েও তীব্র। --- যার মাঝে আকর্ষণ করার মত সৌন্দর্য থাকে সে আসলেই পোড়াতেও পারে আবার মায়ার বাঁধনে বাঁধতেও পারে। -- ভালো লাগার মানুষ যেখানে পায়ের স্পর্শ লাগায় সে জায়গাটাকে সোনার মতোই দামী মনে হয়। অসাধারণ একটি কবিতা পড়লাম। অনেক অনেক ভালো লাগলো। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
এই মেঘ এই রোদ্দুর খুব সুন্দর। আমার পাতায় আমন্ত্রণ
কাজী জাহাঙ্গীর লিখছেন তো ভালই টুকরো টুকরো, আরেকটু নিয়মিত হলে আশা করি আরো ভালো লেখা পাবো আমারা। অনেক শুভকামনা, ভোট আর আমন্ত্রণ রইল।
সাদিক ইসলাম চমৎকার ছন্দে বদ্ধ। এমনি কোমল প্রেমে আবদ্ধ হোক আপনার চৈতালি প্রিয়তমা। ভালো লাগলো ভোট ও শুভ কামনা। কবিতায় সময় পেলে আসবেন।
সালসাবিলা নকি ওয়াও! এ যেন সত্যিই টুকরো টুকরো কোমলতা... নামকরণ সার্থক হয়েছে...
মোঃ নুরেআলম সিদ্দিকী তোমার চরণ যখন যেখানে রাখো, সেখানেই দ্রুত সোনা ফলে কী যে সুখে; ফেরাও যেদিকে চাঁদ মুখখানি কোমল, স্বস্তি বাতাস বয়ে যায় সেই দিকে। বেশ ভালো কবিতা। তবে ধার্মিকতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। শুভকামনা নিরন্তর
মামুনুর রশীদ ভূঁইয়া ছোট ছোট ভালো লাগা স্মৃতি, ছোট ছোট কোমলতা; কবিতাটির উপস্থাপনার বৈচিত্রের কারনে ভিন্ন স্বাদ পাবে পাঠক। ভালো লাগল। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। সময় পেলে আসবেন আমার কবিতার পাতায়। মন্তব্য জানালে অনুপ্রাণিত হবো।
মাহ্ফুজা নাহার তুলি খুব ভালো লাগলো টুকরো কোমলতা ভোট রইলো আপনার কবিতায়।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইলো।

০৫ জুলাই - ২০১৫ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪