আজও তোমায় ভালবাসি...

কষ্ট (জুন ২০১১)

খালিদ হাসান জীবন
  • ৩৯
  • 0
  • ১২
তোমায় ভেবে.......
কষ্টের মাদকতায় আচ্ছন্ন হয়ে থাকি আমি....
দেয়ালে টাঙানো তোমার অস্পষ্ট ছবিটা
আমাকে পরিহাস করে.....
টেবিলে পড়ে থাকা
জলরং এ আঁকা
তোমার জলছবিগুলো বাতাসে নড়ে ওঠে....
কখনোবা ঝরাপাতার মত উড়ে যায় দু-একটা ;
আমি নিশ্চুপ তোমার দিকে তাকিয়ে স্মৃতি হাতড়ে বেড়াই..
তোমার অবহেলায় মরে যাওয়া ভালবাসার কঙ্কাল উঠে আসে !
কিছু ব্যর্থ প্রচেষ্টা চোখের সামনে ভাসে..
যার কোনটাই সফল হয়নি তোমার কঠিন হৃদয়ের কাছে ।


আমি তোমার ভালবাসাকে শ্রদ্ধা করি,
সেই পাষাণের জন্য আজও লালন করছো যে পবিত্র ভালবাসা-
সেই ভালবাসাকে সম্মান করি ;

দুই হৃদয়ের ভালবাসা যখন দুই মেরুতে বাঁধা,
তখন কোন একজনকে তো হারতেই হবে....
আমি তোমার বিজয় দেখতে চেয়েছি...
তোমার বিজয়-ই তো আমার বিজয় !
সেই দুর্ভাগাকে ভেবে তোমার কষ্ট পাওয়া রাতগুলোর অবসান চেয়েছি-
যে তোমার সত্য ও সুন্দর প্রেমের মূল্য দিতে জানেনি !

তবুও.......
আমার প্রতিটি কথা, সকল আবেগ,
এমনকি আমার ভালবাসাও তোমার কাছে মিথ্যে মনে হয়েছে !
তোমারই বা দোষ কি ?
একবার প্রতারিত হয়ে হয়তো মানুষকে বিশ্বাস করতেই ভুলে গেছ !

মানুষ ভালবাসে,
বেঁচে থাকার জন্য ভালবাসে,
ভাল থাকার জন্য ভালবাসে ;
"মানুষ" হয়ে বেঁচে থাকতে হলে ভালবাসতে হয় ।
তুমি আবার হয়তো ভালবাসবে..
হৃদয় উজাড় করেই ভালবাসবে;
অন্য কাউকে ভালবাসবে !
কিন্তু আমাকে নয় ।

তুমি কি ভাগ্যে বিশ্বাস করো ?
আমি ভাগ্যকে বিশ্বাস করতে শুরু করেছি...
তুমি কি স্বপ্ন দেখ এখনও ?
আমি কিন্তু স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি ।
দিনের আলোতেই যখন তোমার স্বচ্ছ ছবি কল্পনাতে ভাসে-
তখন রাতের অন্ধকারের স্বপ্নতে কী যায় আসে ?

অস্তিত্বের সংকট যখন তীব্র..
জীবনের মানে তখন অনেক বড় কিছু...
বেঁচে থাকাটাই তখন মুখ্য !

আজকাল আর জীবনের অর্থ খুঁজিনা ।
নিজের অস্তিত্ব,
নিজের জীবন,
নিজের ইচ্ছা, আকাঙ্খা, আবেগ-
এসব নিয়ে আর ভাবিনা...

এত উদাসীনতা সত্বেও......
যে সত্ত্বা আজও টিকে আছে সেই শেষ দিনটার মত...
যেদিন তুমি অবলিলায় বলেছিলে- "তোমাকে ভালবাসিনা"
সে সত্ত্বা ভালবাসার ।
বুকের কোণে তোমার জন্য লুকিয়ে রাখা ভালবাসা !
আমি কাউকে বুঝতে দিতে চাইনা,
আমি তোমাকেও বুঝতে দিতে চাইনা-
"আজও তোময় ভালবাসি...."
সেই শেষ দিনটার মত ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খালিদ হাসান জীবন না নাহিদ ভাই, আমি রাগ করিনি। আসলে আমার নিজের কম্পিউটার নেই, তাই সবার লেখায় যেতে পারি না। আর ভোটের প্রতিও খুব আগ্রহ নেই, আমার কবিতা কেউ পড়ে তার যদি ভালো লাগে, তাতেই আমি খুশি। আপনাকে ধন্যবাদ।
খালিদ হাসান জীবন আকাশ ভাই ও রওশন আপূ, দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।
খালিদ হাসান জীবন সীমা আপু, শুভ কামনার জন্য ধন্যবাদ।
খন্দকার নাহিদ হোসেন যাক একজন বড় কবিকে খুঁজে পেলাম। "একটু অসামাজিক..." আর তাই খুঁজতে একদম শেষদিন পর্যন্ত লেগে গেল! যেহেতু তোমার কবিতায় ভোট দিতে পারিনি রাগ তুমি করতেই পারো কিন্তু আমার কবিতাও তুমি দেখনি। তো কাটাকাটি, কবির চলবে তো?! ভালো থেকো আর সামনে লেখা চাই কিন্তু।
Akther Hossain (আকাশ) অনেক দিন পর চমত্কার একটি কবিতা পরলাম, অনেক ভালো লেগছে ...............তুমি কি স্বপ্ন দেখ এখনও ? আমি কিন্তু স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি । দিনের আলোতেই যখন তোমার স্বচ্ছ ছবি কল্পনাতে ভাসে- তখন রাতের অন্ধকারের স্বপ্নতে কী যায় আসে ? .............সুভো কমন রইলো !
ম্যারিনা নাসরিন সীমা লেখার হাত চমৎকার । খুব ভাল লাগলো । চালিয়ে যান । শুভকামনা রইল ।
sakil আজও তোময় ভালবাসি...." সেই শেষ দিনটার মত ।। ভালো লিখেছেন . আপনার জন্য শুভকামনা রইলো .
জুয়েল দেব কবিতায় খুব সুন্দর একটা গল্প বলেছেন.... খুব সুন্দর কবিতা ...ভালো লাগলো...

০৫ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী