কুহকী প্রহর

ভয় (এপ্রিল ২০১৫)

নীল লোহিত
  • ৩৫
  • ২৯
  • ১৭
'অনেক প্রহর নিঃসঙ্গ
সাঁওতালি গানের সুরে
কাটিয়ে দিলাম তোমায় ভেবে
ঝাউ মহুয়ার বনে' - তপনের মায়াবী কন্ঠে সুরলহরী ভেসে চলেছে বদ্ধ কেবিনের যান্ত্রিক শীতল বাতাসে। এখন লাঞ্চ টাইম। খেতে ইচ্ছে করছে না। কি মনে করে গান শুনতে ইচ্ছে হল।

এই তুমিটা কে?
যাকে উদ্দেশ্য করে শিল্পী গেয়ে চলেছেন? শ্রোতার মনে এই গানটি শুনলেই প্রথম যে অনুভূতি জেগে উঠে তা হল- একটি নির্জন দুপুরে অপেক্ষার প্রহরগুলো বুকে নিয়ে একজন কারো আসার তীব্র তীক্ষ্ণ মুহুর্তপানে চেয়ে আছে। এক ফরেস্ট হীল ভালোলাগা কারো পদভারে মূর্ত হবে বিষন্ন ঘোরলাগা ভালোবাসায়।
এমন কেউ কি শিহাবের রয়েছে?
হ্যা! আছে তো।
কল্পনায় এবং বাস্তবেও। তবে তাঁরা দুজন কি একজন - এই ব্যাপারটি শিহাব ভাবতে গেলে কেমন তালগোল পাকিয়ে ফেলে।

মাথার দুই পাশে দুই বেনী ঝুলিয়ে যে মেয়েটি চৌদ্দ বছর আগে বেনী ঝুলানোর আনন্দ দিয়ে শিহাবকে প্রগলভ করে তুলে চলেছে, কদাচিৎ সে কল্পনায় কাছে আসে। কল্পনার সেই মেয়েটির কোনো নির্দিষ্ট অবয়ব নেই। সেদিন কবি রুকসানা হকের একটি কবিতা পড়েছিল। চমৎকার সেই কবিতাটিতে যেন শিহাবের সেই মেয়েটির বর্ণনাই ছিল...

" তোমাকে রাখতে চাই না মেঘ ভালবাসায় খোদার কসম,
স্নানের শেষে ভেজা চুলে যদিও বা লেগে থাকে
চোমার চোখের কাঁপন, তবুও
রাখতে চাই না তোমায় জল করে চুলের ভেতর।
স্মৃতির মত করে তোমাকে ঘাটতে চাই না আর
তুমি না হয় থাকলে আমার একচিলতে দুঃখময় আকাশ হয়ে।"

হ্যা! শিহাবের জন্য ঐ আবছায়া মুখটি একচিলতে দুঃখময় আকাশ ই এখন... তখন... সবসময়!
রুপা হল ওর দুই বেনীওয়ালা সেই জন যে আনন্দ সাগরে প্রশান্ত ঢেউয়ের মাঝে নিজেকে খুঁজে ফেরায় শিহাবের সহচরী। এভাবেই কেটে চলেছে নিরন্তর সময়গুলো।

দুই মেয়েকে নিয়ে রুপা অন্য শহরে থাকে।
শিহাব আরেক শহরে। ইচ্ছে করে নয়। জীবিকার প্রয়োজনে আজ এই দূরত্ব। মাসে দু'বার একদিনের জন্য ছুটি নিয়ে এলে রুপার সংসারটিতে এক অনানুষ্ঠানিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। বাবা-মা-কন্যাদের হাসি-আনন্দ দুঃখ-বেদনার মুহুর্মুহু কিছু আনন্দ-মধুর প্রহর কখন যে সময়ের সাথে পাল্লা দিয়ে শেষ হয়ে যায়! কেউই টের পায় না। এভাবে অনুভব করাও যায় না।

একটু আগে বসের রুম থেকে এসেছে। মনটা প্রচন্ড খারাপ লাগায় আক্রান্ত। এই মানুষটির রুমে ডাক পড়া মানেই হৃদয়ে কিছু অশান্তির জায়গা করে দেয়া... নিকষ কালো কিছু মুহুর্তকে ঘিরে বার বার বেদনায় পাক খাওয়া।
আসলে ইমিডিয়েট বসের সাথে সম্পর্ক ভালো না থাকলে সেখানে চাকরি করে শান্তি নেই। এটি শিহাবের পঞ্চম চাকুরি। বিগত চৌদ্দটি বছরে এর আগে চারবার অফিস বদল করেছে। প্রতিবারই সেই একই কাহিনী। বস ভালো না...
রুপা কিছু জিজ্ঞেস না করলেও অন্যান্য আত্মীয়রা প্রতিবার চাকরি ছেড়ে দেবার পরই নিরবে ওকে যেন জিজ্ঞেস করে, ' হুম... শুধু তুমি ই ভালো, তাই না?' সবার অনুচ্চারিত প্রশ্নবোধক নেত্র দেখে শিহাবের কাছে তাই ই মনে হয়।
শেষবার রুপা শুধু বলেছিল, ' এভাবে আর কত? মেয়েরা বড় হচ্ছে। তুমি একটু কষ্ট করে...'

রুপা এরকমই। কথা শেষ করে না। অনুভূতিগুলো কেন জানি শিহাবের সামনে কখনোই পুর্ণতা পায় না। কিন্তু কিভাবে যেন শিহাব সেটা বুঝে যায়। তাইতো আজ চার বছর ধরে একই অফিসে রয়েছে সে। এটা একটা 'ওয়ার্ল্ড রেকর্ড!!' গিনেজ বুক অভ ওয়ার্ল্ড রেকর্ডস এ ব্যাপারটি স্থান পাবার মতই।
ভাবনা চিন্তার এই পর্যায়ে এসে শিহাব হাসে।
হ্যা, হাসির ভিতরেই আসল শিহাব লুকিয়ে থাকে। কিন্তু এরকম মুহুর্ত ওর জীবনে খুব কমই আসে। নিজেকে তাই আসল রূপে দেখাটা খুব অল্পই হয়ে থাকে শিহাবের।

রুপার চাওয়াতেই আজ এতগুলো বছর একই অফিসে কাটাচ্ছে। যখনই ভাবে, 'ধুত্তুরি, ছেড়ে দিচ্ছি না কেন?' তখনই চোখের সামনে দুই বেনীওয়ালা একটি মুখ ওকে বলে,' তুমি একটু কষ্ট করে...' এরপর আর কিছুই করার থাকে না শিহাবের।
সকল অপমান তিরষ্কার বেমালুম হজম করে যায়।
আসলেই কি হজম হয়?

এখন সময় এমনই খারাপ যে নতুন করে একটা চাকরি খুঁজে পাওয়াটাই খুব কষ্টসাধ্য। প্রথমতঃ শিহাবের বয়সের ব্যাপারটি। এরপরে রয়েছে যে ট্রাকে শিহাব জব করে, সেখানে কিভাবে যেন একে অণ্যের সাথে লিংকড। এই তো সেদিন এক বায়ার কি.সি এসে ওকে দেখেই বললেন,' আরে, শিহাব সাহেব যে। এখানে কতদিন?' তার হাসিমুখের আড়ালে প্রচ্ছন্ন ব্যঙ্গটুকু শিহাবের নজর এড়ালো না। সেদিনই বসের কেবিনে যথারীতি ডাক পড়ে ওর। আগের ফ্যাক্টরীর কিছু অনাকাংখিত মুহুর্তকে আবারো নতুন ভাবে নতুন করে কিছুটা রং মাখানো অবস্থায় বসের মুখ দিয়ে শুনতে হয়।

বস মানুষটি কেমন?
সকল বস ই কি এমন ? শিহাব ভাবে। এই মানুষটির সামনে গেলে ইদানিং কেমন এক ভয়ই কাজ করে ওর ভেতরে। ভয় লজ্জার... অপমানের... চাকুরির অনিশ্চয়তার... আরো অনেক বোধের অবোধ্য কিছু কারণ রয়েছে। সেগুলো নিজের মনে নিজে অনুভব করা যায়। ভাষায় প্রকাশ করা যায় না।

কয়েকটি উদাহরণ দেয়া যাক-
বসের রুমে সবাই বসে আছে। শিহাবকে ডেকেছেন। শিহাব নক করে ঢুকেছে। ঢুকেই দাঁড়িয়ে আছে। বস বললেন,' নীচে ফ্লোরে বসুন।' আসলেই কি বস এটা বলেছেন কিনা বুঝতে কিছুক্ষণ লেগে যায়। কিন্তু ওর গোলাম অবচেতন মন মুহুর্তে দুই বেনীওয়ালা একটি কমনীয় মুখের করুণ আর্তি 'একটু কষ্ট করে...' শুনতে পায়। এবং কিছু না ভেবেই সবার সামনে ফ্লোরে বসে পড়ে। অন্যদের লুকোনো এবং প্রকাশ্য হাসির বিষবাষ্পে মুহুর্তে কেবিনটি ভরে যায়। একরাশ গ্লানি নিয়ে শিহাব বসে থাকে। সে কেন দাঁড়িয়ে ছিল কেবিনে এসে এই জন্যই নাকি বস ওকে এই শাস্তি দিয়েছেন। সবার সামনে বসের এই খোলাসা করায় দু'কান ঝা ঝা করতে থাকা শিহাবের মনে পরে আরো একদিনের কথা। সেবার ঢুকে অন্যদের মত সে ও বসে পড়েছিল। সেদিন পুরোতা মিটিং ওকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল সবার মাঝে থেকে।
আসলে সে বুঝে উঠতে পারছে না ওর এই ইমিডিয়েট বস মানুষটিকে।

আর একদিন কারখানায় শর্ট-সার্কিট থেকে জুটের গোডাউনে আগুন লাগল। সবাই আগুন নেভানোর কাজে ব্যস্ত। শিহাবও একজন কর্মকর্তা হিসেবে সবার সাথে হাত লাগায়। সে পানির হোস পাইপের মূল সংযোগ স্থলে অন্য আর একজনকে সাহায্য করছে। তখন ওর হাতে ছিল মোবাইল সেট। দু'তলায় শিহাব দাঁড়ানো। আগুন লেগেছে একতলায়। সেখানে ওর বস দাঁড়িয়ে সবাইকে নির্দেশ দিচ্ছিলেন। হঠাৎ শিহাবের দিকে চোখ পড়ে ওনার। এবং চীৎকার করে উঠেন,' এ্যাই, আপনি ছবি তুলছেন? নেমে আসুন... মোবাইল সেট নিয়ে আসুন'।
শিহাব বেকুব হয়ে গেল। সবার সামনে অভিযুক্তের মত সিঁড়ি দিয়ে নীচে নেমে আসে। সেটটি বসের হাতে দেয়। তিনি সেটটি রেখে দেন। ওকে চলে যেতে বলেন। ওর মোবাইলে আসলে কোনো মেমোরি ই ছিল না। তাই ছবি তোলাই ছিল অসম্ভব। ফোন মেমোরিতেও জায়গা নেই।
সেদিন সন্ধ্যা পর্যন্ত ওর বস মোবাইল সেটটি রেখে দিলেন। নিজে বাসায় চলে যাবার আগে পিওন দিয়ে শিহাবের কাছে পাঠিয়ে দেন।

এরকম অনেক কথাই শিহাবের হৃদয়ে জমে আছে। কিন্তু কি লাভ সেগুলোকে ভেবে আরো কষ্ট পাবার?

এখন খুবই দুঃসময়। দেশের অবস্থা খারাপ। প্রতিটি পরিবার চরম আতংকে ভুগছে। এর ভিতরে ইটপাথরের এই নগর জীবনে হুট করে চাকরিটা চলে গেলে ফ্ল্যাট বাসায় রুপার সংসারের কি অবস্থা হবে ভেবে মাটি কামড়ে শিহাব পড়ে আছে। অসহ্যকর প্রতিটি মুহুর্ত এখন আগের থেকে আরো বেশী তীব্র দহনে ওকে দগ্ধ করে। মাস গেলে এক কাড়ি টাকা হাতে পায়। একদিনেই সকলের ধার দেনায় আর সারা মাস জীবনধারণের উপকরণগুলোর পেছনে কিভাবে যেন শেষ হয়ে যায়। আবারো বাকিতে পথচলা শুরু হয়... আবারো নিষ্ঠুর প্রতিটি মুহুর্তে প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে মরে যাওয়া...

এর ভিতরেই একচিলতে আনন্দময় আকাশ ছিল শিহাবের অবরুদ্ধ অনুভূতিগুলো অক্ষরে রূপ দিয়ে একটু শান্তি পাওয়া। বেশ কয়েকটি ব্লগে সে লিখে থাকে। তার নিজের নামেই। ফেসবুকভিত্তিক কয়েকটি গ্রুপেও লেখালেখি করে আসছে। তাঁকে না দেখলেও ওর লেখার সুবাদে অনেকের সাথেই হয়েছে সখ্যতা।
আজ সেই আনন্দের আকাশটিও কালো মেঘে ঢেকে গেল!
একটু আগে ওকে বস ডেকেছিলেন। সে ব্লগে লেখে এটা জানতে পেরেছেন। একজন ব্লগারের নির্মম হত্যার ঘটনাটি উল্লেখ করে বললেন,'আপনি লিখুন আর যাই করুন, আপনার জন্য আমাদের কোম্পানি পরবর্তীতে যে কোনো ধরণের তদন্তের সম্মুখীন হোক তা আমরা চাই না। আজ থেকে আপনার লেখালেখি বন্ধ করুন। না হলে চাকরি ছেড়ে অন্য কোথায়ও চলে যান।'

মানুষের কত ধরণের অজ্ঞতা থাকে। ওর নিজের বসকে দেখে শিহাবের সেটাই মনে হল। সে কোনো ধরণের রাজনৈতিক লেখা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় অথবা অপরের চিন্তা-ভাবনায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে, এমন লেখা লিখে না। তারপরও ওর বস 'ব্লগার' শব্দটির প্রতি বিদ্বেষপ্রসূত চিন্তা-ভাবনায় তাড়িত হয়ে এমন একটি সিদ্ধান্ত নিলেন। এমন মানুষ কিভাবে একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে আসীন হল শিহাব ভেবে পায় না।

দুপুরের খাবার ওর সামনে পরে আছে। পেটে ক্ষুধা কিন্তু মনে নেই। মনের খোরাক মেটানোর সেই 'খাবার' তো আজ থেকে সে গ্রহন করতে পারবে না।
কি করবে শিহাব?
কি করা উচিত এই মুহুর্তে?
ভাবনাগুলো ক্রমশঃ দিশেহারা করে তোলে শিহাবকে। চরম এক আতংক দুঃসহ সময়কে সাথে নিয়ে ওকে ঘিরে যেন নৃত্য করতে থাকে।

মোবাইলে রিঙ বেজে উঠে।
রুপার ফোন। রিসিভ করে।

'হ্যালো!
- হ্যালো! কেমন আছো?
'ভালো। তুমি কেমন আছো?'
-ভালো। খেয়েছ?

এভাবে একটি কেবিনের ভিতরের একটু আগের দমবদ্ধ পরিবেশ ভালোলাগার একজনের বিনা তারে ভেসে আসা ভালোবাসায় স্বাভাবিক হতে থাকে। শিহাবের ভ্রুর কোঁচকানো রেখাগুলোও একই সাথে সমান হয়। হৃদয়ের প্রতিটি ভালোলাগার কোষে কোষে দোমড়ানো মোচরানো কুহকী প্রহরগুলো একটু একটু করে ভাললাগাদের ফিরে আসায় উজ্জীবিত হতে থাকে। তবে এই অনুভূতি থাকবে কিছুক্ষণ।
তারপর?
আবারো একটা ভীতিকর পরিবেশে জীবনযাপনের বোধগুলো অসময়ের ভিতর দিয়ে পরিবাহিত হবে।

তবে শিহাব কেন আরো ভালো একটি যায়গায় নতুনভাবে শুরু করছে না? কিংবা লেখালেখিকে পেশা হিসেবে বেছে নিচ্ছে না?
প্রথমটির সমস্যাগুলো একটু আগেই নিজের মনে ভেবেছে। আর দ্বিতীয়টির উত্তর হল, শিহাব নিজের মনের আনন্দে লেখালেখি করে। তাই পেশা হিসেবে নেবার প্রশ্নই আসে না। আর সে এমনই বা কি লিখে?
আবারো হাসে শিহাব। নিজের মনে এই প্রশ্ন উদয় হওয়াতে একটু কি লজ্জাও পায়?

বসা থেকে উঠে শিহাব।
জানালার কার্টেন সরিয়ে বাইরের খোলা তাজা বাতাসকে প্রবেশের সুযোগ দেয়। জানালার নিচেই একটা কৃষ্ণচূড়া গাছ। লাল সবুজের একটা গালিচা নিমিষে মনকে ভালোলাগায় আপ্লুত করে তোলে। একটা কবিতা লেখার ইচ্ছে জাগে। কিন্তু নিজের হাতে ইচ্ছেটির গলা টিপে মেরে ফেলে শিহাব। তবে কেন জানি নির্দয় হতে পারে না। একটু আরাম দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। বুকের গভীর থেকে বের হয়ে আসে একটি দীর্ঘনিঃশ্বাস । নামেই এরা দীর্ঘ। কিন্তু আদতে এগুলো হৃদয়ের ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া-পাওয়ার অপমৃত্যুকে ঘিরে জমে থাকা ছোট ছোট অণুশ্বাস। প্রচণ্ড কষ্টকর এবং তীব্র অনুভূতিসম্পন্ন।
কিন্তু আমরা ক'জনই বা এগুলোর খবর রাখি?

আমরা অনেককেই বাইরে থেকে তাদের চাকচিক্য দেখে ধোঁকা খাই। কিন্তু সেই মানুষগুলো তাদের একান্ত অবরুদ্ধ কর্পোরেট জীবনে নিজেদেরকে নিয়ে আসলেই কেমন থাকে কখনো আমরা জানতে পারি না। জানতে চাই না। এই ইটপাথরের নগর জীবন তাদের ভিতরের সকল রস-কষ নিংড়ে তাদেরকে রোবটে পরিণত করে চলেছে। একটা সিস্টেমেটিক জড়বদ্ধতা মানুষগুলোকে ক্রমশঃ বোধহীন বানাবার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এর মাঝ থেকে শিহাবের মত দু' একজন যা ও বা ফিরে আসতে চেষ্টা করে... অন্যদেরকে ফেরানোর নিরন্তর প্রচেষ্টায় লিপ্ত হয়। তাদেরকেও এক সময় থেমে যেতে হয় যে কোনো অনাকাংখিত কারণে।

নিজের মনের ভিতরের ভয়কে জয় করার আপ্রাণ চেষ্টা চালায় একজন মিড-লেভের কর্মকর্তা। তবে হয়তো কেবলই একজন কর্মকর্তা হলে সে হয়তো একে জয় করেই ফেলতো।
কিন্তু এক একজন শিহাব যে এক একজন বাবা!
একজন শিহাবকে ঘিরে অণুক্ষণ এক দুই বেনীওয়ালার হরিণি আঁখি নিরবে বলে যায়,'... একটু কষ্ট করে...'
দুই কন্যার হাসিমুখ প্রতি পনের দিনের পরে প্রশান্তি বইয়ে দিতে অপেক্ষা করে একজন শিহাবের জন্য।
তাই নিজের হৃদয়ে বয়ে যাওয়া তীব্র ঝড়-ভয়-ভীতি-অসহায়ত্বকে নিজের মনেই কবর রচনা করে একেবারে শান্ত থাকার চেষ্টা করে একজন শিহাব। এজন্যই একজন রুপাকে কখনোই কিছু জানতে দেয় না সে। অনেক সময় নিজেকেও কিছু জানতে দেয় না। তাই তো প্রচন্ড মন খারাপের সময়ে রুপার ফোনের, 'কেমন আছো?' প্রশ্নের উত্তরে অতি স্বাভাবিক উত্তরটিই চকিতে বের হয়ে আসে,' ভালো আছি।' একটুও গলা কাঁপে না। অনুভূতির তারতম্যে হয়তো রুপা বুঝে যাবে সে ভালো নেই।

আসলেই কি রুপারা কখনো বোঝে?

শিহাবেরা কি আদতেই ভালো আছে?

(শেষ)
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রেজা বাবুল অসাধারণ লিখেছেন। অভিনন্দন।
শেখর সুমন গল্প ভালো লেগেছে মিঃ নীল লোহিত। শুভেচ্ছা জানবেন।
ইলিয়াস আহমেদ মর্মকে স্পর্শ করে গেল!! চমৎকার অনুভূতিসম্পন্ন একটি গল্প উপহার দিলেন। শুভেচ্ছা জানবেন।
সুমন সাঈদ একজন রুপাকে কখনোই কিছু জানতে দেয় না সে। অনেক সময় নিজেকেও কিছু জানতে দেয় না। তাই তো প্রচন্ড মন খারাপের সময়ে রুপার ফোনের, 'কেমন আছো?' প্রশ্নের উত্তরে অতি স্বাভাবিক উত্তরটিই চকিতে বের হয়ে আসে,' ভালো আছি।' একটুও গলা কাঁপে না। অনুভূতির তারতম্যে হয়তো রুপা বুঝে যাবে সে ভালো নেই। সুন্দর!!!!
ইফতেখার মোহাম্মদ " আমরা অনেককেই বাইরে থেকে তাদের চাকচিক্য দেখে ধোঁকা খাই। কিন্তু সেই মানুষগুলো তাদের একান্ত অবরুদ্ধ কর্পোরেট জীবনে নিজেদেরকে নিয়ে আসলেই কেমন থাকে কখনো আমরা জানতে পারি না। জানতে চাই না। এই ইটপাথরের নগর জীবন তাদের ভিতরের সকল রস-কষ নিংড়ে তাদেরকে রোবটে পরিণত করে চলেছে। একটা সিস্টেমেটিক জড়বদ্ধতা মানুষগুলোকে ক্রমশঃ বোধহীন বানাবার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এর মাঝ থেকে শিহাবের মত দু' একজন যা ও বা ফিরে আসতে চেষ্টা করে... অন্যদেরকে ফেরানোর নিরন্তর প্রচেষ্টায় লিপ্ত হয়। তাদেরকেও এক সময় থেমে যেতে হয় যে কোনো অনাকাংখিত কারণে।" চমৎকার বলেছেন। শুভকামনা রইলো।
রেজওয়ানা চৌধুরী ভালো লাগলো গল্প।
মোঃ শহীদুল হক ভালো লিখেছেন। নববর্ষের শুভেচ্ছা।
লায়লা মামতাজ মাথার দুই পাশে দুই বেনী ঝুলিয়ে যে মেয়েটি চৌদ্দ বছর আগে বেনী ঝুলানোর আনন্দ দিয়ে শিহাবকে প্রগলভ করে তুলে চলেছে, কদাচিৎ সে কল্পনায় কাছে আসে। কল্পনার সেই মেয়েটির কোনো নির্দিষ্ট অবয়ব নেই। অনেক সুন্দর বলেছেন। নববর্ষের শুভেচ্ছা রইলো।
রেজা আহমেদ সুন্দর একটি গল্প। অনেক ধন্যবাদ। শুভ নবর্ষ প্রিয় নীলদা'।
শাহেদ সিদ্দিকী যখনই ভাবে, 'ধুত্তুরি, ছেড়ে দিচ্ছি না কেন?' তখনই চোখের সামনে দুই বেনীওয়ালা একটি মুখ ওকে বলে,' তুমি একটু কষ্ট করে...' এরপর আর কিছুই করার থাকে না শিহাবের। সকল অপমান তিরষ্কার বেমালুম হজম করে যায়। আসলেই কি হজম হয়? মনে হয় না।

০৪ মার্চ - ২০১৫ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী