দিগন্ত

দিগন্ত (মার্চ ২০১৫)

মুন্না বড়ুয়া
  • ১৫
  • ৬৪
রিক্ত হাতে দাঁড়িয়ে আমি
অপলক দৃষ্টিতে দূর দিগন্তপানে,
শূন্যতা বুকে নিয়ে চেয়ে আছি
অতৃপ্ত ভালবাসার টানে।

ফুটবে যখন ভালবাসার ফুল
পাব কি তোমায় বুক জুড়ে,
তোমার হাতে রেখে হাত
ছুটে যাব তেপান্তরে।

তোমায় নিয়ে হারাবো আমি
লোকালয়ের অদূরে,
যেখানে পর্বতমালা ভেসে বেড়ায়
মেঘের স্বপ্নীল ডানায় চড়ে।

তোমায় নিয়ে সহস্র ক্রোশ পথ
হেটে যেতে নেইতো মানা,
যেখানে রুপকথার রাজ্য আছে
নেই রাজপুত্র রাজকন্যা।

তোমায় নিয়ে লুকাব আমি প্রেমপুরিতে
সেথায় মোরা ভিজবো ভালবাসার বৃষ্টিতে,
তুমি ভেজা হাতে ডাকবে আমায়
মনহরণী দৃষ্টিতে।

ইচ্ছে করে অজানা পথ পারি দিয়ে
তোমায় নিয়ে হারায় ধু ধু মরুভূমিতে,
কিংবা সাদা বালি চড়ে
না হয় রাতের আকাশের ডালা ভরা তারায়।

অশান্ত যান্ত্রিক অস্থির দেশের দিগন্ত ফেরিয়ে
সেথায় যাব যেথায় নেই হানাহানি রক্তপাত,
যেথায় মানব ধ্বংসের বোমা ফাটেনা
হিংসার আগুনে পুড়েনা কারও গা হাত।
সেথায় গড়ব মোরা ভালবাসার রঙ্গিন প্রাসাদ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সৃজন শারফিনুল আপনার প্রথম কবিতা, ভাল লাগলো।। আগামীতে আরো ভাল কিছু আশা করছি। শুভ কামনা আর ভোট রইলো।
সোহেল আহমেদ পরান ভালো লাগলো ... শুভেচ্ছা
মনজুরুল ইসলাম Touch the heart.Chain of rich word.good luck.
Many Many Thanks...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
প্রিন্স ঠাকুর ভাল লাগল। শুভকামনা নিরন্তর। আমার কবিতাটি (দিগন্তের মাঝে বিন্দু) পড়ার আমন্ত্রন রইল।
তানি হক বেশ ভাবনাময় কবিতা .. ভালো লেগেছে .. তবে আশাহত হবেননা কবি .. আপনার মনোকামনা পূর্ণ হোক এই কামনা , শুভেচ্ছা জানবেন
নেমেসিস ভালো লিখেছেন। তবে সবাই জীবন থেকে পালাতে চাইলে ধ্বংসের মাঝে সৃষ্টি করবে কে ?
অনেক ধন্যবাদ। তবে অস্থির এই ভুবন আর ভাল লাগছে না।
গোবিন্দ বীন ইচ্ছে করে অজানা পথ পারি দিয়ে তোমায় নিয়ে হারায় ধু ধু মরুভূমিতে, কিংবা সাদা বালি চড়ে না হয় রাতের আকাশের ডালা ভরা তারায়।ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।

৩১ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪