একাত্তরের একটি দিন

২৫ মার্চ কাল রাত্রি (মার্চ ২০১৬)

রফিকুল ইসলাম
  • 0
  • ১২৬
গুলি চলছে
মানুষ ছুটছে,
ছুটছে মানুষ দিক-বিদিক শূন্য হয়ে
জান হাতে নিয়ে হন্যে হয়ে।
ছুটছে শুধু নেই ঠিকানা
থামবে কোথায় তাও জানে না।
সূর্য গেছে ডুবে
নেমেছে আধার চারদিকে;
ছুটছে মানুষ,
কারো নেই কোন হুঁশ।
কেউ আশ্রয় নিচ্ছে বটমূলের ফাঁকে
কেউবা গিয়ে ঢোকে
জীর্ণ-শীর্ণ পুরনো ভাঙা মন্দিরে
যেখানে দিনেও কেউ চায় না ফিরে;
মন্দিরখানি শত ভুতের আবাসস্থল
সেথায় মানুষের মন আজি হয় চঞ্চল;
ভুত-প্রেতের ভয়ে নয়
মানুষের হিংস্রতায় তাদের মুখ ফ্যাকাসে হয়।

কেউ ঝাপিয়ে পড়ে নদীর পানিতে
যেন কুমিরের ভয় নেই মনেতে,
গুলির শব্দ ভেঙ্গে দেয় নিস্তব্ধতা
জানোয়ারকেও হার মানায় ওদের হিংস্রতা।

গুলি ছলছে
মানুষ ছুটছে,
শোনা যায় শুধুই চিৎকার
বহুদূর ভেসে যায় ওদের হাহাকার।
ছুটেও কেউ পায় না পার
রক্ত-মাংস-বুলেট সব মিলেমিশে একাকার,
বটগাছের তলে, মন্দিরে, নদীতে
মাঠে-বাজারে-বনেতে,
চারিদিকে এসেছে যেন রক্তের বান
মুহূর্তেই হল খতম হাজার প্রাণ।

শিশু-বৃদ্ধ-কিশোর-জোয়ান,
পুরোহিত-ইমাম-কামার-কৃষাণ,
এক মুহূর্তেই সব হল শেষ
জ্বলছে গ্রাম, জ্বলছে দেশ।
কিশোরী-যুবতী সব করল দান
বৃদ্ধা মা-মাসি সহ্য করল অপমান
তবু কেউ পেল না রেহাই
সব পুড়ে হল ছাই।

আগুন আর রক্তে সব রঙীন
ইহা একাত্তরের একটি দিন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

৩০ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী