অন্যঘুমে কোমলতার খোঁজ

কোমলতা (জুলাই ২০১৫)

আল আমিন
  • ১১
  • ৪৩
তোমাদের তাপ-নিয়ন্ত্রিত কক্ষে
তোমরা ঘুমাও স্বামী-সংসার নিয়ে;
স্বামী, সংসার, তুমি
ঘুমাও।

ওরাও চলে গেল বৃষ্টি এলো বলে
আমি কারও চোখের কার্নিশে
চোখ রেখে ---
রাত জাগার প্রতিজ্ঞা করিনি, তবু
তুমি , তোমরা, তারা
সবাই যে যার মত।

রাত নিবীড় হয়
এক এক করে বন্ধ হয় তোমাদের
শয়ন-কক্ষের জানালার কবাট
দুলে-দুলে নিভে যায় বাতি ,
আমার কোন কাজ নেই---
বসে থাকি শ্যাওলা ধরা ছাদের কিনারে
রেলিং ধরে পড়ে থাকি।

কোন কাজ নেই আমার
আমি আরও ক্লান্তি চাই,
চাই চোখের পাতা ভারি হয়ে যাওয়া শ্রান্তি;
আমি আর একটু ক্লান্ত হবো তারপর
ঘুম-বিষের অমরতায়
ছাদের এই রেলিং ছেড়ে
গে'ড়ে বসে ঢুলবো অচেতন ঘুমে,
নক্ষত্র পতনের মত
খ'সে পড়বো অম্বরের
ওই আঁচল ছেড়ার মতো
চুঁয়ে পড়বো পৃথিবীর কিনার থেকে
অন্যঘুমে।
আমি আর একটু ক্লান্ত হবো তারপর,
নিবীড় কোমলতায়...
অমর হবো
নির্জরের গান গেয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ দারুন ! “আমি কারও চোখের কার্নিশে চোখ রেখে --- রাত জাগার প্রতিজ্ঞা করিনি,”---------------------চমৎকার !
অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধেয় কবি। শুভকামনা জানবেন।
asraf ali কোন কাজ নেই আমার আমি আরও ক্লান্তি চাই, চাই চোখের পাতা ভারি হয়ে যাওয়া শ্রান্তি;
তৌহিদুর রহমান ভালো লাগলো...ভোট দিয়ে গেলাম...পাতায় আমন্ত্রন রইলো...আমার গল্প বা কবিতা ভালো লাগলে ভোট করুন...প্লিজ...
ধন্যবাদ আপনাকে। আমন্ত্রন গ্রহণ করলাম।
হুমায়ূন কবির ভালো লাগল, ভোট ও শুভেচ্ছা থাকল।
Sumon Dey আমি আর একটু ক্লান্ত হবো তারপর, নিবীড় কোমলতায়... অমর হবো নির্জরের গান গেয়ে। সুন্দর । শুভেচ্ছা রইলো ।
কবিরুল ইসলাম কঙ্ক "আমি কারও চোখের কার্নিশে চোখ রেখে --- রাত জাগার প্রতিজ্ঞা করিনি" ----- বেশ ভালো । ভোট ও শুভেচ্ছা রইলো ।
ধন্যবাদ ভাইয়া।
হাসনা হেনা ভাল লাগল কিন্তু মর্মার্থ ঠিক বোঝা গেলনা।
ধন্যবাদ আপু, একই সাথে দুঃখিত।
সবুজ আহমেদ কক্স নাইস লিখা ভোট দিলাম
ধন্যবাদ ভাইয়া।
তুহেল আহমেদ নাম দেখে ভেবেছিলাম , কেমন আর হবে! কিন্তু না , আমি ভূল ছিলাম ! সুন্দর উপমায় সাজানো অসাধারণ একটি লিখা , ভালো লাগলো অনেক ভালো লাগলো --

২৩ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪