ভিজে যায় মন

ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৬)

Fahmida Bari Bipu
  • ২৩
  • ১৭
ক্লান্ত সুদীর্ঘ সময়, ভাবলেশহীন স্তব্ধ চোখে চেয়ে থাকা;
মুহূর্তের বিবর্ণতায় আচ্ছন্ন হয়ে ওঠা মনের আনাচে কানাচে
কালবোশেখীর হাজার মাতম;
চাতক পাখীর মত বৃষ্টিপ্রত্যাশী হৃদয়
বারে বারে আহত হয়ে ফিরে যায় অনাহুতের মত।
তোমার চক্রব্যূহ ভেদ করে মেঘেরা দানা বাঁধতে পারে না;
শুভ্রকণার ফাঁকে জমে থাকে নিষ্ফল আবেদন।
কত শত ঘুম ভাংগা মাঝরাতে,
পাশ বালিশের স্নেহমাখা আলিংগনের আহবান অগ্রাহ্য করেছি।
জানালার পাশ ঘেঁষে বেয়ে ওঠা কামিনীগুচ্ছে
উজাড় করে দিয়েছি শুন্য হৃদয়ের তাপিত দীর্ঘশ্বাসগুলো।
বেড়ে ওঠা হয়নি ওদের;
থমকে গিয়েছে...
আমার মনের মাঝে গেঁড়ে বসা ভালোবাসা নামক বনসাই টির মত।
নিস্তব্ধতার প্রহরগুলো হেসে উঠেছে অকারণে,
অর্থহীন কথামালায় ভরে দিতে চেয়েছে,
যাপিত জীবনের না পাওয়া যত ক্ষেদ।
তবু অভিযোগ করিনি কখনো।
তোমার ধ্রুপদী মনের নিখুঁত কুচি কুচি ভাঁজের মাঝে,
কতবারই তো খেই হারিয়ে ফেলেছি।
আকুলি বিকুলি সন্তরনে ফের এসে ভিড়েছি
দাক্ষিণে মেলে দেওয়া তীরটিতে।
বাঁকা ভ্রু’র তাচ্ছিল্যমাখা তীক্ষ্ণ চাহনি মেলে
অবলীলায় অগ্রাহ্য করেছো, ছুঁড়ে দিয়েছো নিষ্ঠুর বাক্যাঘাত।
অন্তর্দাহের সূক্ষ্ণ ব্যবধানটুকু ভাসিয়ে নিয়েছি
দুকূল ছাপিয়ে ধেয়ে আসা নোনা প্লাবনে।
তবু সূর্যমুখীর মত চেয়ে আছি এতটুকু দর্শনীর আশায়,
তীব্র খরতাপ ভেদ করে হেসে উঠবে মেঘেরা কোনদিন;
অসময়ের অতিবৃষ্টিতে স্নাত হবে বিবর্ণ প্রকৃতি,
জ্বালাময় মরু প্রান্তর...
ঘর...মন...দুয়ার...।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
choyon বেশ ভালো লাগল। শুভেচ্ছা রইল।
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
Onek dhonnobaad. :-)
Rome আপনার লিখা সবসময়ই ভাল হয়।
ভালো লাগেনি ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
অনেক ধন্যবাদ। :)
ভালো লাগেনি ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
গাজী সালাহ উদ্দিন বেশ ভালো লাগলো ।শুভকামনা ।আমার পাতায় আমন্ত্রন রইলো ।
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১৬
ধন্যবাদ।
ভালো লাগেনি ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
হিসানুর রহমান রাকিব মুগ্ধ হয়ে কবিতাটা পড়লাম.... ভাবের গভীরতায় উচ্চমানের...
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১৬
ধন্যবাদ অশেষ।
ভালো লাগেনি ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
গোবিন্দ বীন তীব্র খরতাপ ভেদ করে হেসে উঠবে মেঘেরা কোনদিন; অসময়ের অতিবৃষ্টিতে স্নাত হবে বিবর্ণ প্রকৃতি, জ্বালাময় মরু প্রান্তর... ঘর...মন...দুয়ার...।।ভাল লাগল।
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১৬
অনেক ধন্যবাদ/
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১৬
ফয়েজ উল্লাহ রবি বেশ ভাল লেগেছে শুভেচ্ছা জানবেন।
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১৬
মেহেদী নাইম অসাধারন, আপু আপনার লেখা আমার লাগে।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৬
ধন্যবাদ অশেষ।
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১৬
এফ, আই , জুয়েল # নিঃসন্দেহে এটা একটা উঁচু মানের বেশ ভালো কবিতা হয়েছে । আসলে ভাবকে ভাষায় আনা বেশ কষ্টসাধ্য ব্যপার ।।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৬
# অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৬
সেলিনা ইসলাম বিরহী প্রেম বড় জ্বালা ধরায় মনে...! কেউ কেউ ভালবাসার মানুষের দেয়া কষ্টকে পরম যত্নে রেখে মনে আত্মতৃপ্তি খুঁজে নেয়। খুব ভালো লাগল কবিতা আপা...। তবে "গেঁড়ে" শব্দটার জায়গায় অন্য শব্দের ব্যবহার এবং কবিতায় আরও একটু যত্নের প্রয়োজন ছিল বলে মনে হয়। অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকুন ভালবাসায়...।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৬
আপা, যত্ন আত্তি সাধ্যিমত করার চেষ্টা করেছি। কিন্তু যদি পাঠকের অতৃপ্তি থেকে যায় সেটা আমারই ব্যর্থতা। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপা। শুভেচ্ছা।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৬

০১ ডিসেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৬৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪