ভালবাসা এক পলক

আমার আমি (অক্টোবর ২০১৬)

আল মামুন খান UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL#
  • ৩৬
শেষ বিকাল
যখন সোনা রোদে পৃথিবী মায়াময়
পার্কের ভিতর দিয়ে হেঁটে চলা যুবক
এক টুকরা কাগজ কুড়িয়ে পায়।
কেউ ঝালমুড়ি খেয়ে ফেলে গেছে-

শিউলি ফুলে সাদা হয়ে আছে পথের পাশে ফুটপাথ
শৈশবের দিন মাখামাখি হয়ে আছে শিউলির সাথে
হৃদয়ের পটে আঁকা
স্মৃতির ভিতর যত্নে রাখা।
রুপালী আলোর জালে যেন জড়ানো আঁধার-

ফুলগুলো সে মাড়িয়ে যেতে পারে না
না পা ফেলা যায়
পাশ কাটানো ও দায়
এমনই তার টান!
সে কুড়ানো কাগজে কুড়ানো শিউলি গুলি যত্নে তুলে নেয়-

হঠাৎ কী হয়
মৌসুম নয় তবু হাওয়ার ঝাপটা লেগে
কিছু ফুল পড়ে যায়
আবার তা তুলে নিতে হাত বাড়াতেই যুবক অবাক হয়।
সবুজ ঘাসের বুকে পড়ে আছে ফুলগুলি-

ওহ! কারো ওড়না! সভয়ে সে সরে এলো
আরক্ত মুখে এক তরুণী চকিতে ফুলসহ ওড়নাটা তুলে নিলো
অচেনা সবুজ ক্যানভাসে যুবকের চেনা শিশুবেলা নকশা হয়ে ফুটে রইলো
যতদূর চোখ যায় অপলক চেয়ে থাকে দৃষ্টি তার।
পথচারী মৃদু হাসে - 'যুবক বয়স!’-

ওড়না থেকে খসে তরুণীর হাতে এসে পড়ে দু’টো ফুল
পিছু ফিরে ফুটপাথে তাকাতেই চোখে পড়ে যুবকের দু'চোখ আকুল!
এক মূহুর্ত তার ভুল হয় বহু দেখা লোভ ভেবে
ভুল ভাঙ্গে যুবকের হাতের কাগজে রাখা বাকী ফুল দেখে তবে।
ফিরে যায় তরুণী ফুল দুটো ঢেলে দেয় যুবকের হাতে, কাগজের বুকে-

জানে পৃথিবীতে জীবনেরই মত -ভালোবাসা এক পলকই
তাও তো কর্মফলে অমরত্ব পায়
শিউলির সাদা আর কমলায় অলখে বিকাল মিলায়
ভালোবাসা আছে দুটি প্রাণ নিরবে জানান দেয়।
তারপর ফিরে যায় সেই পথে যেখানে যে যেতে চেয়েছিলো-

কে জানে! হয়তো প্রতিবেশীই হবে তারা
একই পথ, একই সবই হয়ত একই পাড়া
শুধু পরিচয় হয় নি কখনো
আবার কভু হলে দেখা জানা জানি ও হবে হয়তো।
শিউলির স্মৃতিসূত্রে...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম বেশ ভালো লিখেছেন শুভকামনা রইল।
জয় শর্মা (আকিঞ্চন) খুব সুন্দর লিখেছেন। অনুগল্পের বিশেষত্ব আছে!... ভোট থাকলো।
নাস‌রিন নাহার চৌধুরী এক মূহুর্ত তার ভুল হয় বহু দেখা লোভ ভেবে...এই লাইনটা দারুণ লাগলো। মনে হলো যেনো সোহরাওয়ার্দি উদ্যানের কোন শিউলি তলার ঘটনা চোখের সামনে ঘটে গেল। ভোট রইল কবিতায়।
আহা রুবন আপনার এত সুন্দর লেখা নজর এড়িয়ে ছিল, তাই ভাবছি! এগিয়ে যান। শুভ কামনা রইল। ভোট থাকল।
কাজী জাহাঙ্গীর কবিতার অবয়বে গল্প, 'অচেনা সবুজ ক্যানভাসে যুবকের চেনা শিশুবেলা নকশা হয়ে ফুটে রইলো' বেশ লিখেছেন,অনেক সুভ কামনা,ভোট আর আমার পাতায় আমন্ত্রন।
মেহেদী এইচ রবিন অনুস্মৃতিই জীবন আসলে, ভালো লাগলো বেশ

২৫ সেপ্টেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৩০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪