বৈরিতা

বৈরিতা (জুন ২০১৫)

জুন
মোট ভোট ১৫ প্রাপ্ত পয়েন্ট ৪.৮৬
  • ১৬
  • ১১
সময়ের নিয়মে বাধা পড়ে,
মেনে নিয়েছো তুমি শাশ্বত ভুলকে,
নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে হলেও
তুমি আজ বড় স্বার্থপর,
অন্তত আমার কাছে।

জানি আমি;
সিঁদুরে আবদ্ধ ঐ ঔদ্ধত্যকে অস্বীকার করার সাধ্য তোমার নেই কোনদিনও।
সেদিনও ছিল না,
যেদিন সব ছেড়ে এসেছিলাম তোমার কাছে।
তুমি তখন দোহাই দিয়েছো জাতের
দোহাই দিয়েছ সমাজের।

আর সেদিন থেকেই,
প্রতিটি বিসর্জনের নির্ঘুম রাতে
পুড়েছে একের পর এক মোমের সলতে-
দিশলাইয়ের কাঠি ও বারবার ছুঁয়ে গেছে বারুদের গা।
আগুন জ্বলতে জ্বলতে নিভে গেছে,পোহায় নি রাত।
আমি কেবল দহন জ্বালার ভাগিদার হয়েছি
প্রতিটি মুহূর্তে।

তোমার কি মনে পড়ে,
সেই প্রতিশ্রুতিময় দিনগুলো কথা।
প্রথম প্রনয়ে তোমার হাতে রেখেছি হাত;
আমার হাতের মৃত কোষগুলো জীবন্ত হয়ে উঠেছিল তোমার আঙুলের স্পর্শে।

আজোও হৃদপিন্ডের ওঠা-নামায় প্রতিবার
স্পন্দিত হয় তোমার নামের প্রতিটি অক্ষর,
আর আমি শুনতে পাই সেই স্পন্দনের শব্দ,
যদিও অক্ষর জ্ঞান আমার নেই, তবুও।

অথচ
এতকিছুর পরেও;
তোমার ফেরার পথে চেয়ে এখনো
একা দিনমান
শুধুই তোমার ফেরা হয়ে উঠলো না কোনদিনই আর...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রাজু অভিনন্দন । শুভেচ্ছা রইলো ।
অনিঃশেষ কৃতজ্ঞতা জানবেন।
আমির ইশতিয়াক অভিনন্দন।
অশেষ ধন্যবাদ।
Fahmida Bari Bipu অনেক অনেক অভিনন্দন।
অশেষ ধন্যবাদ।
মোহাম্মদ আহসান ভালো হয়েছে।
ধন্যবাদ,মন্তব্য রেখে যাওয়ার জন্য।ভালো থাকুন নিরন্তর
আবু সাঈদ ভাল লাগলো।
অশেষ কৃতজ্ঞতা। ভালোলাগা জানানোর জন্য।ভালো থাকুন নিরন্তর।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো ।
অশেষ ধধন্যবাদ মন্তব্য প্রদানের জন্য। ভালো থাকুন নিরন্তর।
মোহাম্মদ সানাউল্লাহ্ কী বলবো ! তার চেয়ে ভাল নির্বাকই থেকে যাই । তবে শুভ কামনা রেখে গেলাম ।
অনিঃশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানবেন। আপনার সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রাণিত করলো। ভালো থাকুন নিরন্তর। লেখাটি পড়ার জন্য কৃতজ্ঞ...
দিগন্ত অসাধারণ। ভোট রইলো।
অশেষ কৃতজ্ঞতা। মতামত প্রদানের জন্য।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি আর সেদিন থেকেই, প্রতিটি বিসর্জনের নির্ঘুম রাতে পুড়েছে একের পর এক মোমের সলতে- দিশলাইয়ের কাঠি ও বারবার ছুঁয়ে গেছে বারুদের গা।......// খুব সুন্দর শব্দ চয়ন......অনেক ভালো লাগা রেখে গেলাম ......।
অনিঃশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
জসীম উদ্দীন মুহম্মদ বাহ কবি! অনন্য --------।।
অশেষ কৃতজ্ঞতা। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১০ আগষ্ট - ২০১৪ গল্প/কবিতা: ৯ টি

সমন্বিত স্কোর

৪.৮৬

বিচারক স্কোরঃ ২.৬১ / ৭.০ পাঠক স্কোরঃ ২.২৫ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী