বেদনার জীবাশ্ম

ব্যথা (জানুয়ারী ২০১৫)

আল ইমরান
  • ১১
  • ১৫
পাথরটা কেবল গড়িয়েই চলেছে।
সমতল ভূমি বলো, আর চড়াই উৎরাই
কিংবা নদীর তীরের নরম পলিমাটি,
সবখানেই গড়িয়ে পার হয়ে গেছে
রুক্ষ-মসৃণ, কঠিন সেই পাথরটা।
অথচ শেষ কালে কিনা-

ঢালু একটা পাহাড়ি উপত্যকায় জন্মানো শ্যাওলায়
হোঁচট খেয়ে থমকে গিয়ে ছিল পাথরটার গড়িয়ে চলা।
পাথরটা ভেবেছিল, থমকে যখন গিয়েছি,
হয়তো একটু আদর মাখা ভালোবাসা,
একটু নরম স্নেহের উত্তাপ,
নিদেন পক্ষে উষ্ণ সমাদর তো পাওয়া যাবেই।

কিন্তু পাথরের ভাবনাটা ভুলছিল।

পাহাড়ি উপত্যকার সেই শ্যাওলার খাঁজ
পাথরটারও পর কঠিন প্রতিশোধ নিলো।
কেন নিলো? সেটা বোধ হয় শ্যাওলাও জানেনা।
কঠিন পাথরটার বুকে প্রথমে শ্যাওলা জমে গেল
পাথর ভাবল সবুজ শ্যাওলা তার রুক্ষ কঠিন বুক
ভালো বাসার শ্যামলিমায় ভরিয়ে তুলবে।
কিন্তু পরক্ষনেই আবার পিছলে গেল পাথরটা।
আবার শুরু হলো তার গড়িয়ে চলা।
অনন্তকাল ধরে গড়িয়ে চলছে পাথরটা..

পাথরটির বুকের গভীরে সবুজ একটা পোড়া দাগ।
অনাগত দিনের প্রত্নতত্ববিদরা হয়তো বলবে-
পাথরটির বুকে জীবাশ্ম রয়েছে।
কিন্তু তারা কী জানতে পারবে?
এ জীবাশ্ম গড়িয়ে চলা পাথরের
বুকে জমা একমাত্র ভালোবাসার শ্যাওলা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু গভীর অর্থবহ লেখা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ভালো লাগেনি ২৯ জানুয়ারী, ২০১৫
শেখ শরফুদ্দীন মীম অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল। আমার ছোট্ট লিখাটুকু সময় করে পড়বেন।
ভালো লাগেনি ২৭ জানুয়ারী, ২০১৫
পবিত্র বিশ্বাস ভাল লাগল ! আমার কবিতা ও গল্পটাও সময় করে পড়বেন...............।
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৫
শাহরিয়ার রাজু বুকে জমা একমাত্র ভালোবাসার শ্যাওলা। শুভ কামনা জানালাম
ভালো লাগেনি ২৩ জানুয়ারী, ২০১৫
আশিক বিন রহিম ভালো লাগলো শুভ কামনা....
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১৫
মিলন বনিক চমত্কার উপমায় সুন্দর কবিতা...শুভ কামনা....
ভালো লাগেনি ১৯ জানুয়ারী, ২০১৫
জাতিস্মর দারুন লিখেছেন। অবশ্যই ভোট রইলো। আমারো একটা ছোট্ট গল্প আর একটা ছোট্ট কবিতা আছে। সময় পেলে পড়ে দেখবেন।
ভালো লাগেনি ১৮ জানুয়ারী, ২০১৫
গোবিন্দ বীন অনাগত দিনের প্রত্নতত্ববিদরা হয়তো বলবে- পাথরটির বুকে জীবাশ্ম রয়েছে। কিন্তু তারা কী জানতে পারবে? এ জীবাশ্ম গড়িয়ে চলা পাথরের বুকে জমা একমাত্র ভালোবাসার শ্যাওলা। ভাল লাগল,ভাই।পাতায় আমন্ত্রন।
সৃজন শারফিনুল শুভ কামনা এবং ভোট রইলো।

০৯ আগষ্ট - ২০১৪ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪