ঘষা কাঁচ

বৈজ্ঞানিক কল্পকাহিনী (সেপ্টেম্বর ২০১৪)

আল ইমরান
  • ১৭
বৃষ্টির বুদবুদ খাঁমচে ফিরে গেল
জানালার সস্তা ঘষাকাঁচে।
বজ্রালোকে স্পষ্ট বাতাসের ঝপটায়
বুড়ো সুপারি গাছটার উদ্যাম নৃত্য,
বর্ষা নুপুরপরে তাতে তাল দিতে লেগেছে
নুয়ে পড়া কুমড়োর ডাটাটাও।
পাতার রাজ্য অবিশ্রাম দোলায়
ক্লান্ত হয়নি এখনো।
বিকেলের সোনারোদে এখনো
খুশি ডগ মগিয়ে উঠছে ওদেও সবুজ শিরায়।
ছাদেও কার্নিশ ঘেষে বেড়ে ওঠা
বোগান ভোলিয়ার অবাধ্য ডগাটা
জানালায় ছুঁয়ে দিচ্ছে বর্ষার জলষ্পর্শ।
দ্দধু ঘষা কাঁচতাকে সরিয়ে রেখেছে
আমাদেও সাবধানি শৌখিন জানালার পর্দা থেকে
আমাদেও বহুমুল্য সোফা আর
কম্পু যন্ত্রেও নীল আলো থেকে
এবং আমাদেরও পৃথক করেছে
ওই সোনালি বিকেল থেকে।
যেখানে বিকেলের দেবি প্রাণ ভেজাচ্ছেন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রজ্ঞা মৌসুমী বর্ষার সারাদিনটাকে অনুভব করলাম। কাঁচের জানালার শহরে বুড়ো সুপোরী গাছ চোখে পড়ে না আজকাল। আধুনকতাও নষ্টালজিক করে তুলবে একসময়...হয়তো এটাই বলতে চেয়েছেন। অনেক শব্দের কাজ, আবেশ ভালো লেগেছে ... বোগান ভোলিয়া কী হতে পারে ভেবে বের করতে পারলাম না।
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০১৪
বোগান ভোলিয়া একটি ফুলের নাম। বিশেষত বাড়ির দেয়ালে বা গেটে লাগানো হয়। আর হ্যা নস্টালজিয়া ছিল কবিতায় তবে তার কাঁচটা এখানে প্রতিকি। আমাদের যান্ত্রিক জীবনব্যস্ততা যে জীবনানন্দ থেকে দুরে সরিয়ে নিয়ে যাচ্ছে তারই প্রতিক এই ঘঁষা কাঁচ
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০১৪
এই ফুলতো আমাদের পাশের বাড়িতে ছিল.. গোলাপী রঙয়ের বাগানবিলাস। ইংরেজী নামটা জানা ছিল না। আর কাঁচের প্রতীকি ভালো লেগেছে। ধন্যবাদ।
এফ, আই , জুয়েল # বেশ ভালো-------, অনেক সুন্দের ও মনোরম একটি কবিতা ।।
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৪
সহিদুল হক -ভাল লেগেছে কবিতা। আর ভাল লাগা মানে.........। শুভ কামনা জানাই, আর আমার কবিতা 'চলো অন্য গ্রহে যাই' পড়ার সাদর আমন্ত্রণ জানালাম।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৪
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর অলংকার প্রধান কবিতা। ভাবের সাথে অলংকারের সুসমন্বয় কবিতাটিতে বাড়তি ব্যঞ্জনা তৈরি হয়েছে ।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৪
ওয়াহিদ মামুন লাভলু পাতার রাজ্য অবিশ্রাম দোলায় ক্লান্ত হয়নি এখনো। বিকেলের সোনারোদে এখনো খুশি ডগ মগিয়ে উঠছে ওদেও সবুজ শিরায়। চমৎকার লিখেছেন। শ্রদ্ধা জানবেন।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৪
শামীম খান অনন্য ভাবনা । দারুন কাব্যিকতা । পুরোটাই । বিশেষ করে প্রথম লাইন দুটো , বৃষ্টির বুদবুদ খাঁমচে ফিরে গেল জানালার সস্তা ঘষাকাঁচে। ভাল থাকবেন কবি ।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৪

০৯ আগষ্ট - ২০১৪ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪