চৈতী হাওয়ার দিন ফুরিয়ে
রাঙা প্রভাত আসে,
নববর্ষের নতুন দিনে
বাংলা উঠুক হেসে।
হরষে দুলক মানব হৃদয়
কষ্টÑগ্লানি ভুলে,
বৈশাখ আসুক আপন সাঁজে
ঊষার দুয়ার খুলে।
হারিয়ে যাক স্মৃতির পাতা
পুরানো সব ভিড়ে,
দু’চোখ জুড়ে ¯^প্ন শুধু
নতুন আশা ঘিরে।
ক্লান্তিÑবিষাদ হোক অবসান
নতুন ঊষার আলোয়,
নববর্ষের প্রথম দিবস
কাটুক সবার ভালোয়।
রাঙা প্রভাত আসে,
নববর্ষের নতুন দিনে
বাংলা উঠুক হেসে।
হরষে দুলক মানব হৃদয়
কষ্টÑগ্লানি ভুলে,
বৈশাখ আসুক আপন সাঁজে
ঊষার দুয়ার খুলে।
হারিয়ে যাক স্মৃতির পাতা
পুরানো সব ভিড়ে,
দু’চোখ জুড়ে ¯^প্ন শুধু
নতুন আশা ঘিরে।
ক্লান্তিÑবিষাদ হোক অবসান
নতুন ঊষার আলোয়,
নববর্ষের প্রথম দিবস
কাটুক সবার ভালোয়।
আরও দেখুন