পথশিশু

বাংলার রূপ (এপ্রিল ২০১৪)

তাওহিদুল ইসলাম নোমান
  • ১২
  • ১০
আমাদের দিকে ফিরে তাকাওনারে ভাই
একটু দয়া করে।
আমরা পথশিশু ভাই,সারাদিন ঘুরে বেড়ায়
ডাস্টবিন থেকে ডাস্টবিনে
দু’মুঠো ভাতের সন্দানে।
আর সে ভাত তোমরা,খেয়ে না খেয়ে
ফেল ডাস্টবিনে।
সে ভাতের তরে ভাই,ঘুরে বেড়ায়
ডস্টবিনা,ডস্টবিনে।
ভাত ফেলার খানিক পূর্বক্ষণে
চেহারাটা মোর মনে করিও ভাই
একটু কষ্ট করে।
আমাদের দিকে তাকাওনারে ভাই,
একটু দয়া করে।
তোমাদের ফেলে দেয়া ভাত
কাকপক্ষী,কুকুর আর আমরা মিলে
খাই মজা করে।
ভাত ফেলার খানিক পূর্বক্ষণে
চেহারাটা মোর মনে করিও ভাই
একটু কষ্ট করে।
ফেলে দেয়া ভাত কুঁড়ে কুঁড়ে খেয়ে
কিছুটা বড় হয়ে
পেটের তাগিদে একটা কাজের জন্যে ভাই
বাবুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়
বহু কাকুতি-মিনতির পরে
যদিও কাজ ভাগ্যে জুটে
অতিরিক্ত খাঁটিয়ে
শ্রমানুপাতে মজুরি দেয় না ভাই
শিশু বলে।
তবুও প্রতিবাদ করিনা ভাই
দু’বেলা,দু’মুঠো ভাত তো জোটে।
আমাদের দিকে ফিরে তাকাওনারে ভাই
একটু ভালো চোখে।
বাবুদের গড়ে,আমাদের ভাঙ্গে
তবুও ভাই সব বুঝে ভাই
দু’চোখ বুজে সয়ে যায়
আমরা পথশিশু বলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # বেশ ভালো একটি কবিতা ।।
আলমগীর সরকার লিটন কবিতার ভাববিষয় অসাধারণ -- কবি কে অভিনন্দন-------
ওসমান সজীব খুব কষ্টের কবিতা দারুণ লিখেছেন
আপেল মাহমুদ অনুভুতিতে আঘাত হানার মত কবিতা। দারুন, দারুন নোমান ভাই।
রোদের ছায়া বাংলার রূপ যে শুধু সবুজ শ্যমল প্রকৃতি, বটের ছায়া, নদীর মায়া না, বাস্তবতা আরও কঠিন সেটাই তুলে ধরার চেষ্টা দেখলাম কবিতায়। তবে কবিতাটিকে কাব্যিক শব্দের অভাব বোধ করেছি। আর কিছু শব্দের ক্ষেত্রে মনোযোগী হতে হবে, যেমন বেড়ায়, যায় শব্দগুলো বেড়াই, যাই হবে। আমি বেড়ায় হয়না আমি আমি ঘুরে বেড়াই হবে। আরও কিছু বানানে দৃষ্টি দিতে হবে। আগামীর জন্যও শুভকামনা থাকলো।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । আশা করি আর অনুরুপ ভুল হবে না ।
মিলন বনিক খুবই হৃদযবিদারক কাব্য গাঁথা....
biplobi biplob Potho shisuar arthonad futa utasa darun.
নাফিসা রহমান ক্ষুধার্ত বাংলার কাতর আকুতি কবিতার প্রতিটি শব্দে ... খুব ভালো লিখেছেন...
ওয়াহিদ মামুন লাভলু তোমাদের ফেলে দেয়া ভাত কাকপক্ষী,কুকুর আর আমরা মিলে খাই মজা করে। দুর্দান্ত কথা। চমৎকার লিখেছেন। শ্রদ্ধা জানবেন।
সৈয়দ আহমেদ হাবিব ভাল, সামনে আরো ভাল চাই

০৩ মার্চ - ২০১৪ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪