প্রতিবারের মতো এবারো বিপুল বাইরে যাবে না
বিশেষ করে আজকের দিনটাতে
গিয়েই বা কি হবে, সব তো একই থাকে;
পাঞ্জাবী-শাড়ী পরে জোড়ায় জোড়ায় ঘুরে বেড়নো,
বেহায়ার মতো জড়িয়ে ধরে পার্কে বসে থাকা,
হাতে-মুখে কিছুটা আলপনা আকা,
নাগরদোলায়য় উঠে দুল খাওয়া,
সবাই মিলে ঘটা করে পান্তা- ঈলিশ খাওয়া আর সেলফি তুলা;
এই একটা দিন লোক দেখানো নববর্ষ পালন করা!
advertisement