অসহায় বিবেক

অসহায়ত্ব (আগষ্ট ২০১৪)

নেমেসিস
  • ১৬
  • ৭৩
অসহায় বিবেক কেঁদে ফেরে—

ধোঁয়াশা ছেয়ে আছে যেন নেত্র নীরে।



ভণ্ডদের ভীড়ে—

অভণ্ডদের স্থান নেই আজ হেথায়।

কেবল সত্য বলবার দায়ে

তাদের বেয়াদব-বেহায়া আখ্যা পেতে হয়।



ধর্ম আজ স্থান পেয়েছে—

যুবতীর স্তন-নিতম্ব-শাড়িতে-টিপে

শর্ট শার্ট পরা যুবকের উলঙ্গ হিপে।

বোরকার ভাঁজে ভাঁজে আর ঠোঁট পালিশে

কেবল নারী চর্চায় আর লেবাসে।



ধর্ম দেখিনি—

সফেদ উষ্ণীষ কিংবা নেকাবের নির্মোক আবরণে।

সেখানে কেবলই বিষকন্যকা হুরের মোহ

স্বর্গের প্রত্যয়ন নিশ্চত যেন তাদের আধ্যাস বানে।



ধর্ম মানে—

প্রমাসম জাগিয়ে রাখা সদা বিবেকের নূর

কল্যাণময় বিজ্ঞানের সাধনায় পর করা বিত্ত-সংসার।



ধার্মিক তারাই—

যারা ভবন ধ্বসে এগিয়ে যায় বিসর্জিতে উপাঙ্গ-প্রাণ

স্বাধীনতার লাগি হেসে বলি দেয় জীবন-সম্ভ্রম-যৌবন।

যারা সত্য-সুন্দর-কল্যাণের সাধনায় রত

আর্তের সেবায় সন্ন্যাসী হয়েছে মাদার তেরেসার মত।

যারা সৃষ্টিকে ভালোবেসে খোঁজে স্রষ্টার সন্তুষ্টি-প্রীতি

হাইপেশিয়ার মত জ্ঞান সাধনার দায়ে বরে আত্মাহুতি।

যারা নিজ নিজ সত্তাকে করেছে পবিত্র-শুদ্ধ-প্রীতিময়

হেলেন কেলারের মতন যাদের হৃদয়নেত্র জ্যোতির্ময়।



অধার্মিক তারাই—

যারা বাংলা-গাজা-ইরাক-আফগানে-রমনার বটমূলে

অর্থহীন দিগম্বর আমোদে চালায় গণহত্যা।

যারা যানে,রুগ্নাবাসে,আপনগৃহে জেনা করে নারীকুলে

ধর্মের নামে বেসাতি করে সত্যকে সাজায় মিথ্যা।



একি সেই অধার্মিকদের ষড়যন্ত্রের অঙ্গ ?

ওহে কুম্ভকর্ণ, উপচারী, নপুংসক জাতিসংঘ!

হায় সর্বংসহা ধরিত্রীর অবলা বিপুলা মানব সন্তান

নির্লিপ্তে চেয়ে দেখি নর-নারী-শিশু নিধন।



আমিও সুখকাতর-স্বার্থপর-আত্মপ্রেমিক এক

কেবল নিবু নিবু জ্বলে আছে অসহায় বিবেক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরশ আলো গ্যাপ বেশি, কিন্তু ভাল লাগল কবিতা ও নিক নেম।
জমা তো ঠিকভাবেই দিয়েছিলাম। কম্পিউটার সাহেব কীভাবে এত গ্যাপ দিল বুঝলাম না।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৪
ছন্দদীপ বেরা Asadharan lekhati pore valo laglo ....
ওয়াহিদ মামুন লাভলু মূল্যবান লেখা। শ্রদ্ধা জানবেন।
ধন্যবাদ এবং শুভকামনা।
মিলন বনিক অর্থহীন দিগম্বর আমোদে চালায় গণহত্যা।...অনেক সুন্দর ভাবে মনের কষ্টগুলোকে ফুটিয়ে tulechen...খুব ভালো লাগলো...শুভ কামনা...
আপনার''অপ্রত্যাশিত যাত্রা''--শুভযাত্রা পথের সূচনা করুক এই প্রত্যাশা রইল।
বিবর্ণ প্রতিমূর্তি ওরা অসাম্প্রদায়িকতার কথা বলে , নারী পুরুষ থাকবে মিলে একই মায়ের আঁচলে , তবু নারী স্বাধীনতার কথা বললে ওরা তেলে বেগুনে উঠে জ্বলে ।
ওদের-তোমাদের-আমাদের বিবেক জাগিয়ে তুলতে আমাদের একতা অপরিহার্য ।
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর ও উচুমানের কবিতা । ধর্ম , ধার্মিক ও অধার্মিকের উপমা ও উদাহরনগুলো অনেক সুন্দর হয়েছে ।।
ধন্যবাদ এবং শুভকামনা।
দীপঙ্কর বেরা Khub akrosh besh
নিজের অসহায়ত্বর প্রতি।
শ্রীদ্যুতি বিনায়ক বেশ ভাল তেজস্বকিয়তা
তেজস্ক্রয়তার বিপক্ষে লিখতে গিয়ে এই দশা!''কাঁটা দিয়েই তো কাঁটা তুলতে হয়''তাই নয় কী?
আবু আফজাল মোহা: সালেহ বাস্তব চিত্র,অসাধারণ অভিব্যক্তি! আমার পাতায় স্বাগতম
ধন্যবাদ। আপনার কবিতাটিও ভালো লাগল। বিশেষ করে 'জনগণ ফুটবল' কথাটা।
তানি হক Kobitay kobir likhoni shoktir govirota fute utheche ...onek onek valo laglo apnar osadharon kobitati. Dhonnobad o shuvokamona janben
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা---সুন্দর মন্তব্যের জন্য।

০৩ ফেব্রুয়ারী - ২০১৪ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী