ইচ্ছেরা করে বিষপান

ইচ্ছা (জুলাই ২০১৩)

মিজানুর রহমান রানা
  • ১৬
এখন আর আমি সুনীল জীবনের তরঙ্গভরা রাতে
যৌবনের পথ থেকে পেছন ফিরে পারি না তাকাতে
তাকাই যদি অনায়াসে, ¶ত-বি¶ত দিনগুলো
অনিমেষ দুঃসহ কাš—ার মর“, বিষবাস্পীয় তরঙ্গমালা
উথলে উঠে বারবার। আমার এ ছোট্ট ভূবন
দুলে ওঠে, তেষ্টায় অবিরত ইচ্ছেরা করে বিষপান।

কোথায় একখÊ নির্মল মেঘ পেতে পারি প্রতারণাহীন
বর্ষিত হবে শাšি—র অমিয়ধারা যেখান থেকে অনš—হীন,
পাহাড়-পর্বত কোথাও খুঁজতে তো বাদ রাখিনি
শুধু কোনো প্রেতিনীর বুকে ঢুড়ে দেখিনি!
শব্দের পর শব্দ রচনা করেছি অগণিত, নির্মল অবয়বে
গেঁথেছি, বুনেছি, সম্পর্ক জুড়ে দিয়েছি প্রবলভাবে।

যখন সব ভুলে কদাচিৎ পেছন ফিরে তাকাই
কোথায় লুকায়িত ভ্রাšি—গুলো অবিকল দেখতে পাই,
জানি না একখÊ সাদা মেঘ হয়তো ওখানেই লুকিয়ে আছে
মিছে ঘুরে মরেছি সর্বদা প্রেতিনীর পরবাসে,
দূরের মানুষ হয়েছে আপন, কাছের মানুষ দূর
মনের মানুষ ¯^ার্থের লোভে নেশায় হয়েছে চুর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তাপসকিরণ রায় ভাল লেগেছে কবিতা--ভাবনাগুলি নতুন ভাবে ধরা পড়েছে আপনার কবিতায়।
পাঁচ হাজার আমরা মানুষ, সবাই চাই সব কিছু সুন্দর হবে তবু কেন যে সবাইকেই বলতে হয়--------- দূরের মানুষ হয়েছে আপন, কাছের মানুষ দূর মনের মানুষ স্বার্থের লোভে নেশায় হয়েছে চুর। সুন্দর লিখেছেন।
মিজানুর রহমান রানা ইচ্ছেরা করে বিষপান মিজানুর রহমান রানা এখন আর আমি সুনীল জীবনের তরঙ্গভরা রাতে/ যৌবনের পথ থেকে পেছন ফিরে পারি না তাকাতে/ তাকাই যদি অনায়াসে, ক্ষত-বিক্ষত দিনগুলো/ অনিমেষ দুঃসহ কান্তার মরু, বিষবাস্পীয় তরঙ্গমালা/ উথলে উঠে বারবার। আমার এ ছোট্ট ভূবন/ দুলে ওঠে, তেষ্টায অবিরত ইচ্ছেরা করে বিষপান।/ কোথায় একখণ্ড নির্মল মেঘ পেতে পারি প্রতারণাহীন/ বর্ষিত হবে শান্তির অমিযধারা যেখান থেকে অনন্তহীন,/ পাহাড়-পর্বত কোথাও খুঁজতে তো বাদ রাখিনি/ শুধু কোনো প্রেতিনীর বুকে ঢুড়ে দেখিনি!/ শব্দের পর শব্দ রচনা করেছি অগণিত, নির্মল অবয়বে/ গেঁথেছি, বুনেছি, সম্পর্ক জুড়ে দিয়েছি প্রবলভাবে।/ যখন সব ভুলে কদাচিৎ পেছন ফিরে তাকাই/ কোথায় লুক্কায়িত ভ্রান্তিগুলো অবিকল দেখতে পাই,/ জানি না একখণ্ড সাদা মেঘ হয়তো ওখানেই লুকিয়ে আছে/ মিছে ঘুরে মরেছি সর্বদা প্রেতিনীর পরবাসে,/ দূরের মানুষ হয়েছে আপন, কাছের মানুষ দূর/ মনের মানুষ স্বার্থের লোভে নেশায় হয়েছে চুর।/
ওসমান সজীব খুব সুন্দর কবিতা
ঘাস ফুল তরতাজা কবিতার স্বাদ ফন্ট বিভ্রাটে ম্লান হয়ে গেল। তবু বলবো কবিতা ভাল।
এশরার লতিফ ভালো লাগলো কবিতা। জীবনানন্দও আপনার মত বলেছিলেন 'মানুষের মরুভূমি একখানা নীল মেঘ চায়'।
জাকিয়া জেসমিন যূথী আপনিতো এখানকার পুরনো লেখক। তবু ফন্ট ভেঙ্গে গেলো কেন? ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় যতটা পড়েছি তাতেও বেশ ভালই লাগলো। ফন্ট ভাঙ্গা না থাকলে আরো অনেক ভালো লাগতো।
আলমগীর মুহাম্মদ সিরাজ দারুন লেগেছে! অনেক ধন্যবাদ কবিকে সুন্দর কবিতার জন্য!
মিলন বনিক মেসেজধর্মী সুন্দর উপস্থাপনা....খুব ভালো লাগল...শুভ কামনা....

০৩ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী