নূতনের ডাক দিয়ে যাই

নতুন (এপ্রিল ২০১২)

মিজানুর রহমান রানা
  • ২৭
এক.

বিষণ্ন মনে যায় না লেখা কখনোই একটি সফল নূতন কবিতা।

ঘুণে ধরা অন্ধ সমাজ বিবর্ণতার অক্টোপাসে তড়পায় লাল ঘোড়ায় চেপে
টুটি চেপে যায় না ধরা কর্মহীন দারিদ্র্যতা
প্রসন্নতা আসে না শব্দ-শিল্পীর কলম-ক্যানভাসে
অলীক স্বপ্নে বিভোর নীলকণ্ঠ পাখিরা
দিনভর জয়গান অজানা আবেশে।

সারস একদিন করেছিলো রচনা
সাহিত্যসম্ভার সারথির সার্গম পথে
জীবনের কোনো সুতল পরিপূর্ণ সুখৈশ্বর্য ভাস্বর হয়নি বর্ণিল স্রোতে।

তবুও পৃথিবীতে কেউ না কেউ হাসে
কাঁদে, শিহরিত হয় মানব-রঙে
ডাক দিয়ে যায় নূতনের আহ্বানে
জীবনের জয়-পরাজয়
অদ্ভুত প্রেম-মায়া ভাসে বাতাসে বাতাসে।

দুই.

ঘুমে ছিলাম বেশ ভালোই ছিলাম, অনাদিকাল ক্লান্ত-সুখের নারী।

কেনো জাগালে আমায়, কেনো দিলে পানপাত্রভরা বেদনার অন্তিমরাশি
জ্বলে পুড়ে হৃদয় অঙ্গার----ভেষজ সুগন্ধি মেখে হৃদয় দিবানিশি

নিজের আয়নায় দেখি নিজ মুখ- কখনো হাসি, কখনোবা সুখ
হৃদয়ের সব প্রাপ্তি ভালোবাসা, তবুও নেই হতাশা-অপ্রাপ্তির বিন্দুমাত্র আশা
জ্বলি-অঙ্গার হই নিশিদিন, ডাক দিয়ে যাই চির নূতনের সুবর্ণ-সূর্যময় দিন।

জানি, একদিন আমি মানুষ হবো- হবো পাখির ডানায় ভর করে এক কবি।
সেদিন অাঁকবো আমি ঘুণেধরা এই সমাজের মেঘভরা বিনিদ্র প্রতিচ্ছবি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিষণ্ন সুমন নতুনের তরে এমন আকুল আহবান এর পাশাপাশি অন্তর্জ্বালায় মরা কবির ধন বেশ ভালোভাবে ফুটে উঠেছে কবিতায় । পছন্দ করে নিলাম ।
স্বাধীন দারুনস্......
Lutful Bari Panna "জানি, একদিন আমি মানুষ হবো- হবো পাখির ডানায় ভর করে এক কবি।/সেদিন অাঁকবো আমি ঘুণেধরা এই সমাজের মেঘভরা বিনিদ্র প্রতিচ্ছবি।"- দারুণ শুভকামনা রইল...
খোরশেদুল আলম জানি, একদিন আমি মানুষ হবো- হবো পাখির ডানায় ভর করে এক কবি। সেদিন অাঁকবো আমি ঘুণেধরা এই সমাজের মেঘভরা বিনিদ্র প্রতিচ্ছবি। / কবি চমৎকার লিখেছেন। দুটি কবিতাই অনেক ভালো।
সূর্য পুরো কবিতাটাই ভাল লাগার, শেষ দুটো লাইনতো প্রতিটা কবি (এবং হতে চাওয়া কবি)র মনের কথা।
আশিক বিন রহিম jani ak din ami manus hobo..hobo pakhir danay vor kore ak kobi.……※ comotkar…………※
মাহবুব খান অনেক ভালো কবিতা আপনার /ভালো লাগলো
শাহ আকরাম রিয়াদ ভাল লাগল কবিতাটি। শুভকামনা রইল।
সাজিদ খান রানা , আপনার এই কবিতাটি পড়ে আমি খুব অবাক হলাম । এত সুন্দর কবিতা কিভাবে লিখেন । অসাধারণ একটি কবিতা । শুভকামনা রইলো ।

০৩ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪