তোমায় নিয়ে তোমার কাছে অনেক কিছু বলার আছে…

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)

মাজহারুল ফারমাসিস্ট
  • ৭৬
কোন প্রকার আশা বা প্রত্যাশা থেকে নয় …।
জীবনের এই প্রান্তে এসে তোমাকে শুধু একটি কথা ই বলব অনেক অনেক ভাল বেসে ছিলাম , ভালবাসি , আর ভাল বেসে যাব সারাটি জীবন ।
কিন্তু ভাল বাসা চাইবো না একটু ও ...।
তোমার কাছে ভাল বাসা চাইবার মত অবস্থা আমার কোন দিন ও ছিল না ।

বন্ধু দের সাথে বাজী ধরতে গিয়ে তোমার সাথে প্রথম পরিচয় ।
তার পর থেকে যতো বার ই তোমাকে ভাল বাসি কথা তা বলতে যাব ঠিক তত বার ই তোমার কাছ থেকে দূরে সরে আসতে হয়েছে । আমার ভাগ্য আমাকে ঠিক ততোটা দূরে সরিয়ে দিয়েছে ।

তোমার মোবাইল নাম্বার পাবার জন্য প্রথমে ই তোমার মামাতো বোন এর সাথে কথা বলি অপরিচিত সেজে । সপ্তাহ খানিক কথা বলার পর যখন আমার পরিচয় দেই আর তোমাকে পাবার কথা বলি তখনই শুরু হয় অবিশ্বাস । তুমি ভাবতে শুরু করলে আমি তোমার মামাতো বোন এর সাথে প্রেম করতাম ।
কিন্তু অনেক কষ্ট ও সময় দেবার পর যখন তোমার মন অল্প একটু জয় করার অবস্থায় গেলাম তখন ই শুরু হল নুতন সমস্যা । আমার সাথে যোগাযোগ রক্ষা করতে গিয়ে তুমি তোমার মামার হাতে ধরা পরে যাও ...।
আর অন্য দিকে আমার বন্ধু রা ও বোজানো শুরু করল যে তুমি অন্য কারো সাথে প্রেম কর । এমন কি তার সাথে তোমার গভীর সম্পর্ক ।
আর আমি নাকি তোমার সেই সম্পর্কে কাঁটা হয়ে দাঁড়িয়েছি সেই সব অভিযোগ তোলা হল ।
আর এই দিকে তুমি ও আমার সাথে ধরি মাছ না ছুই পানি এই রকম ব্যাবহার শুরু করছ । বন্ধু রা আমাকে অনেক বুজাত যে আমি যদি তোমার সাথে কোন সম্পর্ক করি তাহলে আমাকে অনেক অভিশাপ কুড়াতে হবে । অভিশাপ আর তোমাদের সম্পর্ক এর মাঝে ফাটল সৃষ্টি কারী না হয়ে চলে আসলাম বন্ধু দের কথায় রাজী হয়ে ...
সেই সময় গুলো তে বন্ধু দের কে আমার খুব আপন মনে হতো ।
মনের জমানো কষ্ট গুলো হালকা করার জন্য ওদের সাথে অনেক কথা শেয়ার করতাম ।
যদিও আমি তোমার থেকে দূরে সরে আসছিলাম কিন্তু মন থেকে তোমাকে একটি বারের জন্য ও ভুলে থাকতে পারিনি ।

কিন্তু বন্ধু দের সাথে শেয়ার করা কথা গুলো ই এক সময় আমার জন্য কাল হয়ে দাঁড়ালো ।
তোমার কথা শুনার পর বন্ধু রা কখন আমাকে খুব সান্তনা দিত আবার কখনো আমাকে অনেক খোঁচা দিত । প্রায় ই বলত যে আমি কিসের সম্পর্ক করলাম মেয়েটা এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেল । আর নানা ভাবে আমাকে রাগানো হতো ।
আমি সহ্য না করতে পেরে আবার তমারসাথে যোগাযোগ করার চেষ্টা করলাম । কিন্তু যতো দিনে আমি তোমার সাথে যোগাযোগ করলাম দেখলাম তত দিন এ আমার সম্পর্ক শেষ ।
তত দিন এ আমার প্রতি তোমার ভাল বাসা তো দূর থাক ,আমাকে ঘৃণা ছাড়া দেবার মত আর কিছু ই তোমার কাছে নেই ।
আমার শেয়ার করা সব গুলো কথা আমার বন্ধু রা তোমার মা কে বলে দিয়ে ছিল আর তোমার মা কে অপমান করছিল আমার অজান্তে ।
তুমি ও তোমার মা অনেক কষ্ট পেয়ে ছিলে , আমার প্রতি অসম্ভব ঘৃণা জন্ম নিয়ে ছিল তোমার । সে দিন তুমি আমাকে কত গুলো প্রশ্ন করে ছিলে আর উত্তর চেয়েছিলে ।
কিন্তু আমি একটি প্রশ্নের উত্তর ও দেই নি । দিতে পারিনি ।
কারন আমার প্রশ্নের কোন মৌখিক উত্তর ছিল না সব গুলো উত্তর ছিল আবেগের ।

আমার সব চেয়ে বড় অপরাধ ছিল বন্ধু দের সাথে কথা শেয়ার করা । আমি জানি এখন তুমার অনেক বন্ধু । বন্ধু দের সাথে তোমার সম্পর্ক ও অনেক মধুর । আচ্ছা তুমি কি তোমার বন্ধু দের সাথে কথা শেয়ার করোনা ?
আর আমার বন্ধু দের কাছে আমার ১ টা প্রশ্ন তার সাথে সম্পর্ক করলে আমাকে অভিশাপ পেতে হবে । এখন কি আমি অভিশাপ মুক্ত ?
যদি অভিশাপ মুক্ত হই তবে কেন নিঃসঙ্গতা নামক জিনিস টা আমাকে এত কষ্ট দেয় ?

জানি সেই সব কথা বলে এখন আর কোন লাভ নেই ...
তোমাকে পাবার মত অবস্থা এখন আর আমার নেই ...।
তুমি এখন অন্য কারো ।
আজ বিশ্ব ভাল বাসা দিবস । ভাল বাসা দিবসের এই দিনে নুতন কাওকে নিয়ে তুমি হয়ত অনেক সুখী । নতুন কাওকে নিয়ে হয়ত অনেক সুন্দর সময় কাটাবে ।

আমি ও আমার সময় গুলো কে কাটাবো , তবে নতুন কাওকে নিয়ে নয় , তোমার সাথে কাটানো সেই সব স্মৃতি গুলো কে নিয়ে ।

যাই হোক .........
জানি আমার ভাল বাসা এখন তোমার জন্য কলঙ্ক । তাই শুভ কামনা ছাড়া দেবার মত আর কিছু ই আমার কাছে নেই ।
তাই...
ভালবাসা দিবস এর এই দিনে তোমার জন্য অনেক অনেক শুভ কামনা ...।
ভালবাসার মানুষ দের নিয়ে অনেক অনেক ভাল কাটুক তোমার আগামী দিন গুলো ।
সুন্দর হোক তোমার আগামী দিন এর পথ চলা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাজহারুল ইসলাম অনেক ভালো হয়েছে
তাপসকিরণ রায় প্রেম বিরহের গল্প--শেষে বিরহেই জীবন কাটে।
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০১৪
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) আপনার গল্পটি বেশ সুন্দর হয়েছে ভাই ।
ভালো লাগেনি ১৮ ফেব্রুয়ারী, ২০১৪
ওয়াহিদ মামুন লাভলু ভালবাসা থেকে উদ্ভুত বেদনার প্রকাশ। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৪

২৩ জানুয়ারী - ২০১৪ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪