প্রাণ ছেড়ে দেহ কোথায় যায়? (হুমায়ূন আহমেদ স্মরণে)

মনোয়ার মোকাররম
১৯ জুলাই,২০১৯
হয়েছিল কি যাবার সময় ?
তোমার কাছে হয়তো তাই মনে হয়।
তাই তুমি অসময়ে গিয়েছ চলে,
আমাদের কাউকে কিছু না বলে।
 
প্রাণ ছেড়ে দেহ কোথায় চলে যায়?
যাবার সময় কি তা বলে যায়?
বলে গেলে ভালো হতো
খুজতাম তোমাকে,
মেঘের উপর অচিনপুরে
কিংবা নন্দিত নরকে।
 
দখিন হাওয়ারা আজ বড় একাকী,
চলে গেছে ‘তাহাদের’ শুয়াচাঁন পাখি।
চলে গেছে বসন্তের দিন
আসবেনা আর ফিরে,
তবু কান পেতে থাকি,
নক্ষত্রের রাতে যদি সে আসে ধীরে।
 
হলুদ রোদ ঘরে আসে,
জানালার ফাক গলে,
হলুদ বলে তুমি নাই,
দূরে গেছ চলে।
আধারে মোড়ালে তুমি
মোড়ালে নিজেকে,
জোছনার রঙ তাই হয়ে গেছে ফিকে।
বেছে বেছে গেলে তুমি শ্রাবনের দিনে,
জোছনাকে তুমি বেধেছ কি ঋণে।
 
প্রাণ ছেড়ে দেহ কোথায় যে যায়?
যেতে চাইলেই কি চলে যাওয়া যায়?
তুমি রবে জোছনায়, শ্রাবনের মেঘে,
তুমি রবে আমাদের প্রাণের আবেগে।
 
প্রাণ ছেড়ে দেহ কোথায় যে যায়?
অচিনপুরের কোন অচেনা মায়ায়?
দেহ যায়, প্রাণ থাকে,গল্পেরা থাকে,
গল্পের যাদুকর থাকে তার সাথে।
[রচনাকালঃ জুলাই২০১২]

 

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i