এখন আমি না কেও হ্যাঁ বলা শিখেগেছি

নৈশতরী
০৬ ডিসেম্বর,২০১২
  • -
  • 435


এই মনটাকে, নয়ত
আমাকেই হারিয়ে ফেলে এসেছিলাম-
এখন থেকে ঠিক এগার'শ সকাল আগের
একটা খুঁজে না পাওয়া হারিয়ে যাওয়া- মধ্য-দুপুরে ।

কুঁড়িয়ে পাওয়া তুমিও ফেলে দিয়েছিলে তখন,
গভীর অবহেলা অবজ্ঞায়
পথের ধারের আরশোলা ভেবেই হয়ত...।

তুমি বিশ্বাস করো মিথ্যেবাদী মেয়ে-
তখন আমি সত্যিকে প্রচণ্ড ভালবাসতাম,
তাই মিথ্যের কারসাজি করে কখনোই ভোলাতে চাইনি,
ধরেও রাখতে চাইনি কোন ভুলের কয়েদ-খানায় তোমাকে ।
আর তাই হয়ত-
আঁচড় কেটে কেটে সহজেই যেতে পেরেছিলে তখন ।

কিন্তু এখন-
সেই আমিই মিথ্যেকে প্রচণ্ড সমীহ করি,
কাগজের শরীরে অভিমানের নকশা এঁকে এঁকে
ধিক্কার দেই পৃথিবীকে !
আর সেখানে...
তুমি একটা ধূলর মতই শূন্য থেকে শূন্যে উড়ে উড়ে বেড়াও ।

তুমি এও জানই না অবান্তর মেয়ে-
এখন আমি না কেও হ্যাঁ বলা শিখেগেছি
কারণ হ্যাঁকেও না'এর মতো বলতে কোনই অসুবিধা হয় না আমার ।

____নৈশতরী উমাইর,
04-12-2012 দুপুর
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Lutful Bari Panna "কাগজের শরীরে অভিমানের নকশা এঁকে এঁকে/ ধিক্কার দেই পৃথিবীকে !/আর সেখানে.../তুমি একটা ধূলর মতই শূন্য থেকে শূন্যে উড়ে উড়ে বেড়াও ।"- এরকম কিছু কিছু লাইনের জন্যই তোমার কবিতা পছন্দ করি।
নৈশতরী ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ......।
ভালো লাগেনি ১০ ডিসেম্বর, ২০১২

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i