দুইটি কবিতা

নৈশতরী
২০ নভেম্বর,২০১২

১)___

তুড়িবাজ পৃথিবী !

 

তুড়িবাজ পৃথিবীতে
ঢলানির মন ভোলানো বেহায়া নাচন !
কাঁপা মন দু'দণ্ড দাঁড়াতে চায়,
এই গরম-নিঃশ্বাস থেকে মুক্ত বাতাসে !

কাল্‌-তলায় কালের অট্টহাসি
বকুলের হাইব্রিড গন্ধ শুঁকে !
আমি মেনে নিয়েছি
দৃশ্যতার চেয়ে অ’দৃশে বেশি কিছু থাকে,
আর ওখানেই আমার ভবিষ্যৎ !

 

২)___

   ঠাঁই...।

এক মুঠো ঠাঁই পেতে...
শক্তি পাথরে করে আঘাত- পায়ের ছাপ বসাতে !
দাঁড়াবার জায়গায় একটু আশ্রয় চাই !

দ্বিধান্বিত যৌবন শুকিয়েছে প্রেম,
মরা মনের অলি-গলিতে নোনা ধরা দেয়ালে-
কতজন কত আঁকিবুঁকি একে গেছে !
তবুও হাতপেতে ভিক্ষে একটু বেঁচে থাকার ।

মুষ্টিবদ্ধ মৃত যুবকের হাতের মুঠোয়-
অভিমানের দ্বিতীয় সুত্র লিখা আছে !
আমি নির্দ্বিধায় পড়ে শুনাতে পারি-
আশ্চর্য! সেখানেও ছিল বেঁচে থাকার লোভ !
অমরত্ব টাইপের ঝাঁজালো গন্ধ !

তবে আমারও একটুখানি ঠাঁই হোক
তোমাদের পেছনে শেষ লাইনের শেষ দিকে !

_নৈশতরী, রাজশাহী । ১৪-১১-২০১২

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আজিম হোসেন আকাশ ভালো লাগলো কবিতা
Lutful Bari Panna হা হা হা। আমি আমার মনের কথা বলতে কোন কারচুপি করিনি ভাই। প্রশংসা এবং সমালোচনা দুটোতেই।
Lutful Bari Panna গদগদ হওয়ার আগে কবির অন্তর্নিহিত সমালোচনাটুকুও উপলব্ধি করা উচিৎ। বলেছিলাম শব্দচয়নে আরো একটু মননশীলতা প্রয়োজন। যেমন "দৃশ্যতার চেয়ে অদৃশে বেশী কিছু থাকে"- বাক্ব্যটি বুঝতে পেরেছি। অনুভবের জায়গাটিও প্রখর। কিন্তু শব্দচয়নে আরো একটু ভাবা দরকার।
নৈশতরী হুম সেইটা তো আছেই... কিন্তু "উপলব্ধিগুলো নিদারুণ এবং সত্যিকারের একজন কবির।" এই কথা গুলই দোষ করেছে ;) মানে গদগদ :)
Lutful Bari Panna উপলব্ধিগুলো নিদারুণ এবং সত্যিকারের একজন কবির। শব্দচয়নে আরো একটু সচেতন হলে কবি অনেকদূর উঠে যাবে। "কাল্‌-তলায় কালের অট্টহাসি/ বকুলের হাইব্রিড গন্ধ শুঁকে !/ আমি মেনে নিয়েছি/ দৃশ্যতার চেয়ে অ’দৃশে বেশি কিছু থাকে"- এই জায়গার অনুভবটুকু আর এই জায়গার "মুষ্টিবদ্ধ মৃত যুবকের হাতের মুঠোয়-/ অভিমানের দ্বিতীয় সুত্র লিখা আছে !/ আমি নির্দ্বিধায় পড়ে শুনাতে পারি-" আবেগ আর শব্দচয়নটুকু মন কেড়ে নিলো।
নৈশতরী আমি কিন্তু গদগদ হয়ে যাচ্ছি দাদা ;)

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i