advertisement
দেয়ালের কার্নিশে যেতে চিরদিনই ভয় হয়।
ছোটবেলায় মামুন পড়ে গিয়েছিলো,
ওর ভাঙ্গা হাত জোড়া লাগলেও
আমার সাহস জোড়া লাগেনি।
দেয়ালের ওপাশের ঐ হাউন্ড কুকুরটাকে ভয় হয়।
একদিন রাস্তায় বেনুকে দিয়েছিলো কামড়ে,
ওর জলাতঙ্কের জ্বালা ফুরাবেনা আরো একশ বছরেও...
তাই আমার বুকের সরষে দানা সাহস কার্নিশে দাঁড়িয়ে
মরে গেছে জলাতঙ্কে।
ওপাশেই তোমার মনের কার্নিশ দেখা যায়।
ছুঁতে হলে প্রথমে দেয়ালের কার্নিশ
তারপর ঊঠোনের হাউন্ড কুকুরকে পরাজিত করতে হয়।
ভেবেছি কতবার, কালো সানগ্লাস নিয়ে
পেড়িয়ে যাবো পথ, আমার গায়ে থাকবে উদাসীন জামা
আর বুক-পকেটে একমুঠো সরষে দানা সাহস।
advertisement