সাতটি অনুকাব্য

পন্ডিত মাহী
২৮ জুন,২০১২

এক

আমার বুকে অজস্র ধূলিকণায়

জমেছে অনেক জল

 আমি কাদঁবো না

আমি ভালোবাসায় তোমাদের ভেজাবো চিরকাল।

 

দুই

আমি অন্ধ, আমার ভালোবাস নয়

 জলে-স্থলে কিংবা নীল আকাশে

 কোথায় তুমি আর তোমার সুগন্ধ

আমি ঠিকই চিনে নেবো।

 ফিরে আসো, তোমায় আমি বায়োস্কোপ দেখাবো

দেখাবো ভালোবাসার যাত্রাপালা

যা পুষে রেখেছি সোনার বাক্সে এতদিন।

 

তিন

সেই স্বপ্নে মঙ্গলে যাবো, বানাবো ঘর

 ঘুরবো কোন দিকভ্রান্ত ছায়াপথের উপর

 একদিন অপরাধী শনির বুকে চালাব কুড়াল

 আরপর ভালোবাসার খেয়াযানে দেব উড়াল।

 

চার

এবার তবে চলো

 শক্ত করে আমার হাত ধরো হাতে

 তোমায় নিয়ে আজ মরা গঙ্গায় শুদ্ধ হবো

চলো আজ প্রতিটি রাস্তায় মিছিল করবো

 স্লোগানে স্লোগানে নৃত্য হবে আজ বৃষ্টির

 চলো আজ সারারাত হাটবো তোমায় নিয়ে

 যে দিকে দু'চোখ যায় ল্যাম্পোষ্টের ঘোলা আলোয়।

 

পাঁচ

তোমার সেই কান্নার ঢল

 আমার জমিনের পাথরে আর্তনাদ করে

 আমি নির্বাক, আমি স্তব্ধ হয়ে যাই।

 তবু আমি পথ সাজাই আবারো

 আমি অপেক্ষা করি, বাধিঁ বুক

 ভাবি আবার পরবে পায়ের চিহ্ণ আমার পথে।

 

ছয়

আমার ভালো লাগেনি কিছু

অজান্তেই বুক ভরে অনেক মেঘ জমেছিল

চাপা নিঃশ্বাসে বৈশাখী ঝড়,

আনাচে কানাচে কত ফিসফাস

ভয়ে আমার থমকে যায় বুক...

তুমি ভালো আছো তো?

 

 

সাত

আমাদের ভালোবাসার পথে চলো পথিক,

তোমায় কখনো করবো না পর...

 অনেক গল্প দেবো, ছন্দ দেবো,

দেবো সুর তোমার প্রতি গানের উপর।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Lutful Bari Panna আচ্ছা মাহী যদি এমন হত, এক নম্বরে শেষ লাইনটা নেই, দুই নম্বরে শেষ দুটো লাইন নেই, চার নম্বরে দ্বিতীয় লাইনের শেষ শব্দটা এবং শেষ লাইনটা নেই, (তিন আর সাত নম্বরটাকে এক্সপেরিমেন্টাল ধরে নিচ্ছি, তাই ও দুটোর কথা বলছি না।) পাঁচ- চলবে, আর ছয় নম্বরটা ফাটাফাটি রকম ভাল লেগেছে।
পন্ডিত মাহী পান্না দা ঠিক বলেছেন। তেমন হলে পড়তে ভালোই লাগে। একটা নতুন ভার্সন করা যেতে পারে।
আবু ওয়াফা মোঃ মুফতি ভালবাসার অবগাহনে সুন্দর স্বপ্নের আহ্বান|
বশির আহমেদ ভাই মাহী কবিতায় হঠাৎ এমন করুন সূর কেন ?
আহমেদ সাবের ভালবাসা জিনিষটা মনে হয় কষ্টের। তাই, প্রতিটা অণু-কাব্যে একটি বিষণ্ণতার আর্তি অনুভব করলাম। পাঁচ নম্বর অণু-কাব্যে "পরবে পায়ের চিহ্ন" মনে হয় "পড়বে পায়ের চিহ্ন" হবে।
তানি হক এক কথায় অসাধারণ ....অনেক অনেক দিন মনে গেথে থাকার মত কবিতা ...ধন্যবাদ

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i