কেমন করে ভুলি !

তানি হক
৩০ আগষ্ট,২০১৩

 

images (3)

 

 

ছোট্ট বেলার মধুর স্মৃতি ভুলি কেমন করে

বারে বারে উঁকি দেয় সে  ব্যস্ত মনের ঘরে

 

মায়ের সাথে ফজরের নামাজে দিন হতো শুরু

মক্তবে তে পড়া দিবো … বুক দুরু দুরু

পান্তা ভাতে ইলিশ ভাজা মজার খাওয়া শেষে

সবুজ খেতে দিতাম ছুট…ছন্ন ছাড়া বেশে ।

 

কাদা মেখে রোদে পুড়ে কোঁচে কলাই ডাল

আনবো ধুয়ে ভালো করে..পাশেই আছে খাল

মনি-রুমা-মুন্নী–রুবেল কোথায় গেলি তোরা?

আয়রে আয় খাবো সবাই মিলে গরম রাখালপোড়া ।

 

খাওয়ার পরে বন্ধুরা সব উঠি গোল্লা ছুটে মেতে

হঠাৎ করে ছন্দ পতন… ইশকুলে তে হবে  যেতে।

দিদি মণির আদর শাসন লেইজারে হল শেষ

ছুটির ফাঁকে চালতা মাখা লাগবে খেতে বেশ ।

 

পড়া শেষে পুস্কুনিতে মাছ ধরতে যাবো দুপুর বেলা

ঝিলের তোলা সাপলা টাকির হবে বোন ভাত মেলা

বিকেল বেলা হাটে যাবো বাবার নাও খানিতে চরে

সদাই শেষে মিষ্টি খাবো ইচ্ছে মতো পেট ভোরে ।

 

রাতের বেলায় মায়ের পাতের ভাত নিয়ে কাড়াকাড়ি

বাবার পাশে কে ঘুমাবে? সব ভাইবোনের আড়াআড়ি !

এমন করে মধুর সময় গুলো হতো যে  পার

চোখ ভিজে উঠে হায় !সেদিন ফিরবেনা তো আর ।

 

তাই স্বর্ণ তোলা স্মৃতি গুলো কেমন করে ভুলি

যত্ন করে শৈশবকে মনের অ্যালবামে তে তুলি ।।

 

 

( রাখাল পোড়া – কাঁচা কলাই ডাল পোড়া ) ( লেইজার – টিফিনের ছুটি ) (পুস্কুনি – পুকুর )  

( বোন ভাত – চড়ুই ভাতি ) 

 

 

images

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর । বেশ ভাল । ভাবের গভীরতা আর বর্ননা ভঙ্গি অসাধারন ।
আমির ইশতিয়াক ছবি দুটো সুন্দর হয়েছে।
সাঈদ আয়রে আয় খাবো সবাই মিলে গরম রাখালপোড়া । - এখানে রাখালপোড়া মানে কি বুঝানো হয়েছে যদি একটু বলতেন :)
তানি হক সুমন ভাই ... আমার অত্যন্ত সুখের ব্যাপার যে আপনি আমার কবিতা পড়েছেন :) সন্দেহ নেই আমার কবিতা লিখার প্রেরণা অনেক অনেক বেরে যাবে আপনার এই উপস্থিতি ... ভাইয়া ছোট বেলায় খেতাম বন্ধুরা সবাই রাখাল পড়া ... ইস্কুলের সামনেই ছিল খেত । সেই খেতে কলাই ডাল হতো । সেই কাঁচা কলাই ডাল আমরা ধানের কুটো বা শুকনো ঘাস পাতা দিয়ে পাখীর বাসার মতো বানিয়ে তার মধ্যে খানে কলাই ডাল রেখে পোড়াতাম । তার পর লবণ দিয়ে গরম গরম সেই পড়া ডাল খেতাম । সেটা অসম্ভব রকম মজার একটি খাবার ... যার স্বাদ সৌরভ আজ ও ভুলতে পারিনি :) আপানকে অনেক অনেক ধন্যবাদ ভাই । আপনাকে মাঝে মাঝে আমাদের গল্পকবিতায় পেলে । খুব খুব ভালো লাগবে । ভালো থাকবেন । -
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৩
অদিতি ভট্টাচার্য্য সত্য ছেলেবেলাটা কি সুন্দরই না ছিল! মনের আল্বামে শৈশব যত্ন করেই রাখা থাকে । কতগুলো নতুন শব্দ জানলাম। খুব ভাল লাগল বন্ধু।
তানি হক অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুকে ... ভালোবাসা রইলো আমার :)

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i