বন্ধুরে তুই !

তানি হক
০৮ জুলাই,২০১৩

 

images (2)

সকাল দুপুর তোর গানের নূপুর

বাজে হৃদয় ঘরে-

বন্ধুরে তুই … থাকবি প্রাণের মাঝে

জনম জনম ধরে ।

 

হিয়ার নদী …উঠলো ভরে

তোর ভালোবাসার বাণে-

জীবন মরণের সখী হবি

বললি যখন কানে ।

 

 

তোর কোমল মায়ার মধুর সুরে

দিলি আমায় ডাক -

সুখের সূর্য উঠলো হেসে মেঘের

আঁধার উড়ে যাক ।

 

তোর মায়ার হাসি বুকের মাঝে

বাজায় সুখের বীণা –

আড্ডা ভরা আসোর আমার

পানসে তোকে হিনা -

 

দুঃখ সুখের খেলাঘরে তুই যে

আমার চিরদিনের সাথী-

বুকের সকল বিশ্বাসে তে তোর

নামটি যে তাই গাঁথি।

 

এই পৃথিবীর সবুজ পথে

হাঁটব যতদিন-

কথা দিলাম তোর হাতে হাত

থাকবে ততদিন ।

 

বন্ধুরে তুই ভুলেও যদি

আমায় বুঝিস ভুল -

জানিস রেখে ভাঙবে আমার

সকল সুখের কূল…।

 

(উৎসর্গ – সেই প্রানের প্রিয় বন্ধুকে.. যার প্রজ্জল উপস্থিতির বিচ্ছুরিত মহিমায় আলোকিত আমার হৃদয় পৃথিবীর প্রতিটি প্রান্তর )

 
 
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # বন্ধুকে নিয়ে একটা অসাধারন লেখা । বিশেষ করে শেষ ৪ লাইন অনেক সুন্দর ।।
তাপসকিরণ রায় সুন্দর ভালবাসার কবিতা--মনপ্রাণ ছোঁয়া কবিতা--আবেগে ডুবে থাকা কবিতা ...
রোদের ছায়া মুগ্ধ মুগ্ধ । বন্ধুর জন্য এত আবেগি কবিতা লিখলে তানি , খুব ভাল ।
তানি হক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ... আপনার আবেগি মন্তব্বে আমিও আবার ও আবেগি হলাম
ঈশান মাহমুদ ’তোর কোমল মায়ার মধুর সুরে দিলি আমায় ডাক - সুখের সূর্য উঠলো হেসে মেঘের আঁধার উড়ে যাক ।’....চমৎকার বন্ধু বন্দনা। প্রীত হলেম। :-)
অদিতি ভট্টাচার্য্য কবিতার সম্পর্কে কি আর মন্তব্য করব? তোমার কবিতা আমার সব সময়েই অতি প্রিয়। কিন্তু সৌভাগ্যশালী তোমার সেই বন্ধু যার জন্যে এই কবিতা। সৌভাগ্যশালী তোমার সে বন্ধু যে তোমার বন্ধুত্ব পেয়েছে ।এত ভাগ্য এই পৃথিবীতে ক'জনের হয়?
তানি হক সেই প্রিয় বন্ধুর উপস্থিতি তো আমার জীবন টাকের ও ধন্য করেছে বন্ধু ... তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i