স্বপ্নের ধুলো ঝড় বয়ে যায়
মনের মরুতে-
ক্যাকটাসের নির্মল সৌরভে হাসে
সবুজ মরূদ্যান-
বাতাস বলে কানে কানে-
জোসনা রাতে মহুয়ার ঘ্রাণে
বেঁধেছি প্রাণ ওই প্রাণে
জানে কি.. সে জানে?
জীবন নদীর শুকনো মোহনায়
এসেছে জোয়ার… মধু পূর্ণিমায়
বুকের ভেতরের পুষ্প বাগান
শুধুই তাঁর তরে আঁকা..স্বপ্ন বাথান –
গোলাপী মেঘের বাসর সাজিয়ে
ঝর্ণা জলের সানাই বাজিয়ে-
তাঁকে করেছি জয়-
জীবন মরণে হৃদয় বেঁধেছি
প্রিয় ! নেই তোমায় হারানোর
কোন …মিছে ভয় !
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।