আঁচলে লুকানো মুখ

রোদের ছায়া
১২ জানুয়ারী,২০১৩

 

রুপার কৌটায় বিষাদ জমিয়ে  ,

নীল সুখ চোখে মেখে

আনন্দ রং শাড়িতে যখন

 সলাজে   দাঁড়ালে এসে ।

আনত চোখে মোহন  চাহনি,

দেবী প্রতিমার বেশে

কপালে সিদুর  ,চন্দন , শাখা

লজ্জা মোড়ানো  ম্লান  হাসি হেসে।

 

অশ্রু  লুকালে শাড়ির আঁচলে

লুকালে অব্যাক্ত  ব্যাথা

লাল বেনারশি আড়াল  করেছে

না বলা হাজারো কথা ।

সমাগত ভিড়ে খুঁজে ছিলে যাকে

আঁচলে লুকিয়ে মুখ ,

কোন এক দিন

সেই দিয়েছিল অভাবিত প্রেম-সুখ ।

 

তার দেয়া শাড়ি , নীল রং তারই ,

সেই নীলে  মাখামাখি

স্বপ্ন কতো  বোনা ছিল তাতে

সে খোঁজ কি কেউ রাখি ?

 

আজ পরেছো  আগুণের রং

 পুড়ছে  হৃদয় তাতে

ধোঁয়া নেই তার, নেই পোড়া দাগ

 জরিদার   নকশাতে   ।

নোনা হাহাকার মিশে গেছে আজ

 শাড়ির  প্রতিটি ভাঁজে  ।

মনে জমা মেঘে আকাশ কালো

বরিষণ  অবশেষে ।

 

(শাড়ী সংখ্যার জন্য লেখা কিন্তু  জমা না দেয়া কবিতা )

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # তোর এত লেখা পড়া বাদ গেছে---ভাবতেই পারছি না । কিন্তু এটাই বাস্তবতা । এ কবিতাটা খুবই ভালো ও উচুমানের হয়েচে । যদিও রাত অনেক----, এ কবিতা পড়ে কিছুটা হলেও কান্না চলে আসছে । এ এক কঠিন বাস্তবতা । নিষ্ঠুর সব আয়োজন । এর পরতে পরতে শুধু দু;খ , ব্যথা, বেদনার স্বলিপি ।। তোকে অনেক অনেক ধন্যবাদ ।।
রোদের ছায়া এতো আগের পোস্ট আপনি খুঁজে পড়লেন দেখে আমি সত্যি ভীষণ আপ্লুত হলাম। অশেষ ধন্যবাদ।
আবির কবিতাটি অনেক ভাল লেগেছে, আপু। তবে, দ্বিতীয় স্তবক সবথেকে ভাল লেগেছে। এক কথায়, অসাধারণ লেগেছে। :-)
রোদের ছায়া আবির আপনাকে ধন্যবাদ , আমার অন্য লেখাগুলো পড়ে দেখার আমন্ত্রণ থাকলো...
ভালো লাগেনি ১৭ জানুয়ারী, ২০১৩
কনিকা রহমান সুন্দর ....
রোদের ছায়া ধন্যবাদ কনিকা , কেমন আছেন ?
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১৩
কনিকা রহমান এইতো... ভালোই আছি |
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১৩
তানি হক ধন্যবাদ আপু ..মনে করে কবিতাটি আমাদের জন্য ব্লগে দিলেন তাই ..নাহয় এত সুন্দর কবিতাটি অধরাই থাকত .. // অশ্রু লুকালে শাড়ির আঁচলে লুকালে অব্যাক্ত ব্যাথা লাল বেনারশি আড়াল করেছে না বলা হাজারো কথা । সমাগত ভিড়ে খুঁজে ছিলে যাকে আঁচলে লুকিয়ে মুখ , কোন এক দিন সেই দিয়েছিল অভাবিত প্রেম-সুখ ।// চমত্কার কিছু লাইনে সাজানো ...অনেক অনেক ভালো লাগা রইলো
রোদের ছায়া অনেক ধন্যবাদ ..........
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০১৩

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

ফেব্রুয়ারী ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i