উপলব্ধি

Dr. Zayed Bin Zakir (Shawon)
০৭ মার্চ,২০১২



তোমায় যেদিন প্রথম দেখলাম,
উপলব্ধি করতে পারিনি
ভালবাসা আসলে কি!
কিন্তু এখন বুঝতে পেরেছি
আমার জীবনে তোমার
অবস্থান কতখানি!
মুখে বলেছি না জানি কতবার
তোমায় ভালবাসি-
কিন্তু যখন অতিক্রান্ত হয়ে
গিয়েছে কিছুটা সময়,
উপলব্ধি করতে পেরেছি
আসলে কতটা ভালবাসি তোমায়!
আমার প্রতিটি হৃৎস্পন্দনে মিশে আছো তুমি
আমার প্রতিটি বিশ্বাসে মিশে আছো তুমি
আমার সকল অনুভুতিতে মিশে আছো তুমি
তুমি তুমি তুমি কেবলই তুমি!
জানি না কি মায়ায় জড়ালে আমায়,
আমার অনুভবে আচ্ছন্ন হয়ে আছি আমি!
প্রত্যেক নিশ্বাসে শুধু তোমাকেই খুঁজছি আমি।
আমার জীবনে মিশে আছে কিছু ব্যথা
আর কিছু পাওয়া না পাওয়ার কথা!
সব কিছু ছাড়িয়ে আমি তোমাকে পেয়েছি!
তোমাকে পেয়ে যেন আমি ফিরে পেয়েছি
আমারই সকল অনুভুতি-
এতদিন শুধু তোমারই প্রতিক্ষায়
দিয়েছিলাম যার আত্মাহুতি!
তোমাকে সপে দিয়েছি আমার মন প্রাণ,
এতদিনে পেয়েছে আমার ভালবাসা পরিত্রাণ!
আজকে আমি ভুলতে পেরেছি আমার সকল দুখ,
তোমার মাঝে আমি খুঁজে নিয়েছি সর্বনাশা সুখ!
তুমি কি উপলব্ধি করে দেখেছো কখনও
তোমাকে নিয়েই আমার সকল অনুভুতি,
আর তোমাকে ঘিরে বুনি কল্পনার মায়াজাল
নাই বা পেলাম প্রান্ত আর নাইবা পেলাম স্থিতি!
তুমি কি পারনা আমাকে করে রাখতে আচ্ছন্ন?
তোমার সব অনুভুতিতে যা কভু হবেনা অবসন্ন?
যখন তুমি টেনে নিয়েছ তোমার বাহুবন্ধনে-
তুমি মিশে ছিলে আমার প্রতি হৃৎস্পন্দনে!
কিছুদিন আগেও আমি পাইনি যার সাড়া,
আজকে তাই নাড়া দিল আমার মনের কড়া!
বিধ্বস্ত মনের আস্তাকুড়ে যা ছিলো চাপা পড়ে,
তোমার ভালবাসায় আজ তা যেন পেয়েছে জীবন,
আর তাই ক্ষণে ক্ষণে অনুভুতিতে উঠছে নড়ে!
তোমার বিহনে প্রতিপলে কেন সইছি এই মরণ?
এরই নাম যদি ভালবাসা হয় তবে কেন এই দহন?
কি অদ্ভুত এই ভালবাসা আর কি অদ্ভুত এ উপলব্ধি,
যার কাছে পরাজিত হয়েছি আমি, স্তন্ধ হয়েছে সব বুদ্ধি!
সর্বনাশা এই ভালবাসায় যে ছিল এত সুখ-
আজ আমি তা জেনে গিয়েছি,
আর কখনও তোমাকে করবোনা বিমুখ।
ভালবাসার কাছে পরাজিত হয়ে আমি
দিয়েছি যখন ধরা-
পরওয়া করি না দুঃখ যাতনা,
ক্ষোভ, হতাশা কিংবা জীর্ণজরা!
এতিদিন শুধু উপলব্ধিতেই ছিল যে ভালবাসা,
বাস্তবে তার দেখা পেয়ে মিটেছে মনের আশা।
এটা কি ভালবাসার উপলব্ধি নাকি উপলব্ধির ভালবাসা?
কেন দূরে চলে গেলে, বাড়িয়ে দিলে মনের হতাশা?
শত বাঁধা পেরিয়ে তুমি-
আমার হৃদয় যখন করেছ দখল,
তোমাকে জড়িয়ে রাখবো আমি,
দিয়ে আমার ভালবাসা সকল।
আমাদের জীবনে এটাই বয়ে আনুক সুখ সমৃদ্ধি-
এইত আমাদের ভালবাসা আর এইত তার উপলব্ধি।

 

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমাদ মুকুল বাহ দারুন সৌন্দর্য কি কবিতায়, কি চলছবিতে!
নজরুল জাহান প্রকাশিত অনুভুতি ভালো লাগলো . .......

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i