শাস্তি (কবিতা)

Dr. Zayed Bin Zakir (Shawon)
২৬ ফেব্রুয়ারী,২০১২

 

"শাস্তি"

অনেক কষ্ট পেয়েছি;
আমাকে আর শাস্তি দিও না।

ক্ষণিকের শিশির বিন্দুর মত
উবে গেছে আমার সব রাগ, অহঙ্কার।
আমি শুধু মরিচীকা হয়ে মিশে আছি
কালো পিচের এক বৈচিত্র্যহীন রাস্তায়,
আমি আর আমার একাকীত্ব
সব ভেঙ্গে চুরে আজ চুরমার।

আমার চোখে এখন তো আর অশ্রু নেই
সব শুকিয়ে গেছে।
রাস্তা থেকে বনে বনে, আমি তোমাকে খুঁজে বেড়াই।
এখন আর আগের মত শক্তি নেই,
অনেক দূর্বল হয়ে গেছি-
কপাল বেয়ে ফোঁটা ফোঁটা ঘাম ধরে পড়ে
তবুও আমি হেঁটে যাই।
মনে হয় এই বুঝি পথের শেষ হল-
এই বুঝি তোমাকে দেখতে পাবো।
পথের শেষ হয়, কিন্তু সেখানেও তুমি নেই।
আমি অন্য পথ ধরে চলি-
যদি তোমার দেখা সেথা পাই।

চোখেও এখন আগের মত আর দেখি না,
রোদে তাকাতে কষ্ট হয়।
আমি সেই গাছটি খুঁজে বের করেছি।
যেখানে তুমি আঁচড় কেটে চিহ্ন দিয়ে রেখেছিলে।
সেই গাছটাও আগের মত নেই।
খুঁজে পেলাম না, তোমার সেই আঁচড়ের দাগ।
বুক চীরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস-
সাথে কিছু পোড়া মাংসের গন্ধ।
রাস্তার উপরে হুমড়ি খেয়ে পড়ে গেলাম-
কেউ ফিরেও চাইলো না।

অনেক কষ্ট পেয়েছি;
আমাকে আর শাস্তি দিও না।

২৬/০২/২০১২

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাইফুল করীম মন জুড়ে কেন এত কষ্ট? কিসের জন্য দুখ পাবেন-জীবন করে নষ্ট? মায়াতে জড়াতে নেই মন, বেশি বেশি আগুনে পুড়ুন- তবেই শাস্তির আর নেই প্রয়োজন, স্বয়ম্ভু শক্তি তে এই পৃথিবী খুঁজুন-
Dr. Zayed Bin Zakir (Shawon) বাহ! কি সুন্দর কথা! আপনাকে নেটে দেখছি না যে?
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১২
সাইফুল করীম আমি ও দেখতে পাইতাছিনা আপ্নারে......কারন কি?
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১২
Dr. Zayed Bin Zakir (Shawon) আমি তো ফেসবুকে আছি!
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১২

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i