একুশে বইমেলা ২০১২ এবং সংকলনের ভীড়

মামুন ম. আজিজ
০২ ফেব্রুয়ারী,২০১২

সাহিত্য বিকাশে এবং সাহিত্যিক সৃষ্টিতে কার্যকরী পদক্ষেপ এবং পদ্ধতিগত ব্যবস্থা বিগত স্বাধীনতার 40 বছরে এ দেশে খুব একটা তেমন দেখা যায়নি- এগুলো পুরাতন কথা। অনেকে বিতর্ক করবেন। করুক। কিছু সত্য তো ও কথার মাঝে আছেই। নাহলে বিশ্ব দরবারে , অতদূর বাদ দেই , পাশের ওপার বাংলাতেও আমাদের কয়জন লেখক আর পরিচিতি পেলো?...অথবা বইমেলা গেলেই দেখা যায় আপামর আমজনতা বইতো খুব একটা কেনেই না , কিনলেও সেই একমাত্র জনপ্রিয় লেখক হুমায়ূন  আহমেদ স্যারের বই । নতুবা বড়জোড় কিশোর যুবা সমাজের কেউ আবার জাফর ইকবাল স্যারেরর বই এর দিকেও হয়তো ঝুঁকেন। এর বাইরে জনপ্রিয় বলেন আর প্রখ্যাত বলেন তেমন লেখক আর কয়জনাই বা 15 কোটি মানুষের কাছৈ পরিচিত পেয়েছেন? ...হাসান আজিজুল হক এর মত অসাধরণ কথা সাহিত্যিকের নাম কয়'জন পাঠক জানেন?...

বিখ্যাত পরিসর বাদ দেই। বছর বছর বইমেলা যিদ সত্যিকার অর্থে কেউ ঘুরে থাকেন নিশ্চয় দেখেছেন প্রতি বছরই অনেক ভাল ভাল বই নিয়ে এ যুগেরই অনেক নতুন লেখক হাজির হন। এই হাজির হওয়াটার পেছেন অনেক ইতিহাস থাকে। কেউ গাটের পয়সা খরচ করে , কেউ বন্ধু প্রকাশকের কাছে বিনীত অনুরোধ করে , কেউ আবার প্রকাশের সূক্ষ্ম সুনজরে পরে বই প্রকাশের সুযোগ পান। কিন্তু আদতে এভাবে লেখক তৈরী হলো কই....বুক ফুলিয়ে একজন লেখকের নাম যার সৌকার্য এবং জনপ্রিয়তা দুই ই আছে খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে পড়ে। ....

ব্লগ জগত আসার পর নির্ভৃত লেখককূল লেখার একটা সুযোগ পেয়ে গেলো। এটা একটা ভাল দিগন্ত উন্মোচনের দিকে সাহিত্যবিকাশে। হয়তো যাবে আরও ভালোর দিকে , হয়তো খারাপও হতে পারে....এ দেশে কি না হয়?..

এবার একুশে বইমেলা ২০১২ তে একটা বিষয় আমাকে আকৃষ্ট করেছে। বিষয়টা হলো এ বছর প্রচুর গল্প সংকলন বের হচ্ছে। লেখকরা গুচ্ছ গুচ্ছ মিলে সাহিত্য বিকাশের একটা সুযোগ খুঁজে নিতে ভীষণ সচেষ্ট হচ্ছে সেটা বোঝা যায়। আ কতদিন তা না হলে নির্ভৃতে পড়ে রবে। দশের লাঠি একের বোঝা। অন্যান্য বার এই গুচ্ছ সংকলন এত চোখে পড়েনা।

কিছূ উদাহরণ হিসেবে উল্লেখকরতে পারি। এই যেমন --

১। বাংলাদেশের সমকালীন গল্প  -- ২৭ জন প্রখ্যাত লেখকের গল্প (  জাগৃতি প্রকাশনী)
২। নৈঃশব্দ্যের শব্দযাত্রা - সংকাশ নামক লেখক সংগঠনের ২১ জনের গল্প সংকলন ( ভাষাচিত্র প্রকাশনী)
৩।ম্যুরাল -- আমরাবন্ধু ব্লগের সংকলন
৪। ব্লগারদের গল্প সংকলন - নীড় গল্পগুচ্ছ -( ব্লগারস ফোরাম)
৫। ব্লগারদের গল্প সংকলন - অবন্তি ( ভাষাচিত্র প্রকাশনী)
৬। নগরনাব্য -বিডিনিউজ ২৪ব্লগের সংকলন ( শ্রাবন প্রকাশনী)
৭। সরল রেখা বক্ররেখা -বারোয়াড়ী উপন্যাস (অন্যপ্রকাশ)
৮। পঞ্চ পত্রের উপপাত্র - কবিতার বই ( ৫জন কবি)
৯। নির্বাচিত বাংলা গদ্য কবিতা -(  ব্লগারস ফোরাম)
১০। নীড় পদাবলী ( ব্লগারস ফোরাম)
১১। অপর বাস্তব ( সামহয়্যার ইন ব্লগের সংকলন)
১২। গল্পকবিতা.কম এর সংকলন  (অন্যপ্রকাশ) ...
আরও আছে অনেক অনেক .....

এই উদ্যেগ গুলোর প্রশংসা করতেই হয়।সবগুলো সংকলনের জন্য রইল শুভ কামনা।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ আক্তারুজ্জামান মামুন ভাই, আপনার এই সুচিন্তিত ব্যাখা সত্যি খুব ভালো লাগলো|
মাহমুদুল হাসান ফেরদৌস দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ......... সবগুলো বইয়ের শুভকামনা করি।
পাঁচ হাজার সাধুবাদ রইল। কিছু নতুন লেখকদের বই সংগ্রহের আগ্রহ আছে।
মনির মুকুল ভালো লাগলো। ....ব্লগ চালু করে গদবাঁধা নিয়মের বাইরে ভিন্ন কিছু বলার ও জানার সুযোগ করে দেয়ার জন্য গল্পকবিতাকে ধন্যবাদ।
sakil সুন্দর একটি ব্লগ লেখায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

ফেব্রুয়ারী ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i