ল্যংড়া লুলা কানা বোবা

খোরশেদুল আলম
১৬ ফেব্রুয়ারী,২০১২

আমার সন্তান সব বিকলাঙ্গ
ল্যংড়া লুলা কানা বোবা,
অচিন পুরের অচেনা পথিক
ভালোবাসা দেয় কেবা।

ডাকে কে হাত তুলে একবার
আয় এদিকে আয় এই শোন,
যাবি নাকি বই মেলায় এবার
লাগবে তাই দিতে হবে পণ।

মাতা খারাপ বললেই কি যাবে ওরা
যোগ্যতা আছে কিবা,
যেতে পারবে না কোনদিন জানি
ল্যংড়া লুলা কানা বোবা।

এই ব্লগে জন্ম হয়েছে প্রতিটি লেখা
এখনো অপূর্ণাঙ্গ শিশু কি নয়,
আদরে আদরে করি যতন
আশায় আছি যদি কখনো উপযুক্ত হয়।

অচল হাটতে শিখেনি যায়না কোথাও
চোখ ফোটেনি দেখেনি আলো,
এখনো হয়নি বয়স তাদের
কিভাবে বুঝবে মন্দ ভালো।

হায় পোড়া কপাল! ভেবে হতবাক আমি
আহা! লজ্জা লোভে লম্বা হয়েছে আমার জিহ্বা,
এখনো যে চিনি না আমারি চোখ ফোটেনি
ল্যংড়া লুলা কানা বোবা।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিজানুর রহমান রানা হায় পোড়া কপাল! ভেবে হতবাক আমি আহা! লজ্জা লোভে লম্বা হয়েছে আমার জিহ্বা, এখনো যে চিনি না আমারি চোখ ফোটেনি ল্যংড়া লুলা কানা বোবা।-----------ধন্যবাদ খোরশেদ ভাই। বেশ সুন্দর বক্তব্য। -------
এফ, আই , জুয়েল # কবিতার মন্তব্য আর কি করব ? --- খোরশেদ ভাই------, আহাম্মক আর মুর্খতাকে এড়িয়ে যাওয়া ছাড়া সহজ কোনো পথ নাই । তবে আপনিও খেলতে পারতেন ------, । না খেলে ভালই করেছেন । = গল্পকবিতাকে অভিযোগ আকারে একটা পোষ্ট দেন ।
নিরব নিশাচর জুয়েল ভাইয়ের কথা ঠিক... গল্পকবিতার নিকট অফিসিয়াল কমপ্লেইন করা প্রয়োজন... কিছুক্ষণ পূর্বে গল্পকবিতার নিকট এই বিষয়ে আমি অফিসিয়াল কমপ্লেইন করেছি... তবে ভুক্তভুগী হিসেবে আপনার অভিযোগ বেশি গুরুত্বপূর্ণ... মেইল করুন : info@golpokobita.com
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১২
নিরব নিশাচর ছি ছি ছি..... !!!! খোরশেদ ভাইকে ধৈর্য্য ধরার অনুরোধ করছি...
বিষণ্ন সুমন গল্পকবিতায় যে মানুষটাকে দেখেছি সবসময় হাসিমুখে সবাইকে বন্ধু ভেবে কাছে টেনে নিয়েছেন। যাকে দেখেছি এখানকার সবচেয়ে সচেষ্ট পাঠক রূপে। মানুষকে ভালোবেসে যে মানুষটি আজ পর্যন্ত চিরকুমার । সেই মানুষটাকে যখন কেও অশ্লীল ভাষায় আঘাত করে তখন বলতেই হয়, এখানে আমাদের মান-সন্মান নিয়ে অবস্থান করা এখন সত্যিই দুষ্কর হয়ে উঠেছে। এবার মনে হয় সময় এসেছে এই সব মুখোশধারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠার। না খোরশেদ ভাই আঘাত পেয়ে চলে যাওয়া নয়, বরং এই সব ছদ্দবেশি বন্ধুদের মুখোশ খোলে দিয়ে এদেরকে সবার সামনে স্বরূপ উন্মোচিত করে দিতে হবে। এমন একদিন আসবি যখন এদেরকে এখানকার সচেতন বন্ধুরাই বিতারিত করবে। কাজেই আপনি এদের ভয়ে হারিয়ে যাবেন না এই অনুরোধ রইলো ।
Azaha Sultan খোরশেদ ভাই, অসাধারণ আপনার কথামালা--অসাধারণ কবিতা....এইটা কথক থেকে আগামীবার বই প্রকাশ হলে ছাপা হবে ইনশাল্লা.......আর এ কবিতাটা একে একে সবাইকে বার্তার মাধ্যমে শেয়ার করেন; সবাই দেখুক এত বড় গালি দেওয়া ভদ্রজন কে? প্রথমে গল্পকবিতাকে পাঠান........
খোরশেদুল আলম একটা জারজের মুখে এর চেয়ে আর ভালো কি মন্তব্য হতে পারে। বন্ধু নামের ছোটলোক আর বেঈমানের এই লেখায় ধরার কথা। জারজ ফেকের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। তুই ঐ বেজাতের বলেই লেখাটির জন্য কষ্ট লেগেছে। সে হিসাবে লেখাটি স্বার্থক। গল্পকবিতার সুন্দর পরিবেশ তোদের জন্যই দিন দিন খারাপ হচ্ছে। ভদ্র মানুষ গুলো থাকতে পারছে না।

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

ফেব্রুয়ারী ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i