হায় স্বাধীনতা

আহমেদ সাবের
১৬ ডিসেম্বর,২০১২

একটা শান্তির কবিতা লেখা হবে বলে

"এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম,

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম" ধ্বনীতে

রেস-কোর্সের সবুজ চত্বর

হ্যামিলনের বাঁশীওয়ালার সুরে উদ্বেলিত হয়েছিল।

 

একটা শান্তির কবিতা লেখার জন্যে

"আমরা একটা ফুলকে বাঁচাব বলে"

বাংলার ঘরে ঘরে গেয়েছিল শুক-পাখী,

চরমপত্রের অগ্নি-ঝরা অগ্নি-বানী ত্রাসের ডমরু বাজিয়েছিল

দুর্বৃত্তের, জলপাই রঙ 'এ মোড়া

সুরক্ষিত বুকের গভীরে।

 

একটা শান্তির কবিতা লেখা হবে বলে

মতিউরের ডানা লিওনার্দোর গ্লাইডার হয়ে

মুখ থুবড়ে পড়েছিল শত্রুর ধুসর মাটিতে;

শত্রুর গুহা থেকে পালিয়ে জাহাঙ্গির,

রক্তে ভিজিয়েছিল বাংলার সবুজ জমিন -

অকাতরে প্রাণ দিয়েছিল অগনিত গ্ল্যাডিয়েটর।

 

হায় স্বাধীনতা, এত নৈবদ্যেও তোমার ভরেনি তৃষা!

নাগালের কাছে এসেও তুমি অধরা থেকে গেলে,

আঙ্গুলের ফাঁকে গলা জ্যোৎস্নার মতো।

এখন ফুলের বুকে ছদ্মবেশী কীটদের বড় উৎপাত,

সবুজ উদ্যান আজ, আগাছার করায়ত্ত।

 

কতকাল আর যুদ্ধ?

পুরনো সে ক্ষতে আজো জ্বলে বিক্ষত গোলাপ।

স্মৃতিময় বরফ দেয়ালে শহীদের রঙ্গিন কোলাজ

আজো ঝুলে দেবু 'দার ট্রেপেষ্ট্রির মতো।

আর কত যুদ্ধ চাই? আর কত? হায় স্বাধীনতা, বলো।

তোমার জন্য আর কত "হরিদাসীর কপাল পুড়বে"?

আর কত "জলপাই রঙের ট্যাঙ্ক" নামবে

আমাদের বিধ্বস্ত জনপদে?

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Lutful Bari Panna এক কথায় দুর্দান্ত একটা কবিতা। শেষ প্যারাটা বুকের ক্ষত হয়ে জেগে থাকবে বহুকাল।
ফিদাতো মিশকা সুন্দর লিখেছেন প্রিয় তবে হরিদাসি কে ছিলেন জানালে ভালো লাগবে , শুভকামনা থাকল
আহমেদ সাবের ধন্যবাদ ফিদাতো মিশকা। প্রয়াত কবি শামসুর রাহমানের একটা অমর কবিতার নাম "তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা"। কবিতাটা ১৯৭২ সালে প্রকাশিত "বন্দী শিবির থেকে" কাব্যের অন্তর্গত। সে কবিতার তিনটা লাইন - "তুমি আসবে বলে, হে স্বাধীনতা, / সাকিনা বিবির কপাল ভাঙলো, / সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।"। শুভকামনা রইলো।
ভালো লাগেনি ১৬ ডিসেম্বর, ২০১২
Lutful Bari Panna "শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এল দানবের মত চিৎকার করতে করতে"- এটাও 'তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতায় ব্যবহৃত।
ভালো লাগেনি ২০ ডিসেম্বর, ২০১২
নৈশতরী অনবদ্য...।
আহমেদ সাবের ধন্যবাদ নৈশতরী। ভালো থেকো।
ভালো লাগেনি ১৬ ডিসেম্বর, ২০১২

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i