০৬ ডিসেম্বর,২০১২

বৈকালিক আড্ডা বেশ জমে উঠেছে আমাদের;

চায়ের সাথে ঝাল-মুড়ি।

হঠাৎ এক জন চিৎকার করে উঠলো - সাপ, সাপ।

বাগানের রজনীগন্ধা ঝোপে লুকিয়ে পড়েছে মুহূর্তে।

পুরো আড্ডাটাই ভেঙ্গে গেল, জমলো না আর কোন জোক,

কিংবা মজাদার রসালো খবরের বয়ান।

সবার মাথার মধ্যে ঢুকে গেছে - সাপ।

 

দু-চারজন - যারা সাহসী, মৃদু পায়ে গেল এগিয়ে,

কেউবা হাতে লাঠি, কিংবা কেউ শুধু দুটো হাত নিয়ে,

কেউবা কৌতূহলে, কিংবা কেউ প্রেমিকার বাহবা নেবার জন্যে।

এবং তা নিয়েও হয়ে গেল চমৎকার নাটক -

অজন্তা কিছুতেই যেতে দেবেনা ওর প্রেমিককে

এমন বিপদের মধ্যে ঝাঁপ দিতে।

এ’ নিয়েও তুমুল হাসির রোল পড়ে গেল।

এক মহিলা বলে উঠলেন, "আদিখ্যেতা"

 

ঝোপের মধ্যেই পাওয়া গেল কালপ্রিটকে;

লুকোনোর যায়গা পায়নি কোথাও, সামনে দেয়াল বলে।

দেখা গেল, সাপ তো নয়, একটা গিরগিটি।

হো হো করে আরেকটা হাসির রোল পড়ে গেল।

"ভাগ্যিস সাপ নয়", বলে প্রেমিকের প্রতি

কটাক্ষ ছুড়ে দিল অজন্তা - ভালবাসার।

"বেটা সাপ নয়, সাপের পোশাক পরে বসে আছে,

আর আমরা নকল সাপের ভয়ে সবাই চিৎপাত",

বলে ফোঁড়ন কাটলো একজন।

 

আমাদের মধ্যেই বসে আছে একটা আসল সাপ -

ধোপ দুরস্ত কাপড়ে বসে, ধীরে ধীরে চুমুক দিচ্ছে চায়ের পেয়ালায়।

সবাই তাকে চিনে, কয়েক খুনের আসামী;

উপর মহলে বেশ লাইন আছে বলে ধরা ছোঁয়ার বাইরে।

আমি মনে মনে বলি, "আসল সাপে আমাদের কোন ভয় নেই"

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Lutful Bari Panna মনে মনে বলি, "আসল সাপে আমাদের কোন ভয় নেই"।- জীবনের চিরন্তন গুঢ় কিছু সত্য।
নৈশতরী সমসাময়িক কবিতা!... আসলে সাপ আমাদের মাঝেই ঘুরে বেড়ায়, চকচকে জামাকাপড় পড়ে হেটে বেড়ায়, কিন্তু আমরা তাকে ঠিক ঠাক চিনতে পারি না... ধন্যবাদ সাবের চাচা ।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i