নিরপেক্ষ

আহমেদ সাবের
০২ নভেম্বর,২০১২

আমরা সবাই পক্ষ নাচাই, পেলে আপন পক্ষ।

পক্ষ ধরে হামলে বলি, পক্ষ থেকে রক্ষ।

 

আমার কাছে দল চলে না, দলের কথায় মন টলে না;

আমার কাছে সবাই সমান - কথা বলি কোন ছলে না?

নিজ দলটি শুদ্ধ সদাই, পর দলটি সতীন ছেলে,

অন্য দলের সঠিক কাজে ষড়যন্ত্রের গন্ধ মেলে।

আপন ছেলে করলে চুরি, বলি সেটা বাহাদুরি,

পর দলের সঠিক কাজে নামটি জুটে ছল-চাতুরী।

 

আম পড়লে যাই কুড়াতে, বিরোধ করি গাছের সাথে;

মনের মধ্যে কেউটে ঘুমায়, সুযোগ পেলে গভীর রাতে

অন্ধকারে ছোবল বসাই, দিনের বেলা করি না দল -

মিছরি মাখা আলাপ আমার, মিষ্টি কথার রেশমি আঁচল।

 

আসর পেলে আঁতেল সাজি, মনে মনে ভীষণ পাঁজি,

মাল মশলা সঠিক পেলে সব কিছুতে হই যে রাজী

রীতি নীতির ধার ধারি না, চাবকি আরেক পক্ষ।

কথায় আমি ভীষণ দড়, চালবাজিতে দক্ষ।

 

মানতে হবে আমায় বড়, আমার কথায় নড়চড় -

তা' নইলে পড়বে রোষে, কলম আমার বড় সড়,

এক খোঁচাতে মান খোয়াবে, জাতে তুমি মুচি

জাতটা আমার ভীষণ দড়, থোড়াই তোমায় পুঁছি।

 

নিরপেক্ষর পোশাক পরে খেদাই প্রতিপক্ষ।

মানবি আমায় মনিব বলে, আমার কথা হক ক'

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Arup Kumar Barua অনেক ভালো লাগলো |
আহমাদ মুকুল একটা রঙ্গ লিখবো ভাবতে না ভাবতেই এখানে এসে দেখি আপনি চরম রঙ্গ করে বসে আছেন! এখন কি করি?
নৈশতরী আমি সব কিছুতেই কেমন যেন একটা গন্ধ পায়, কখনো খারাপ গন্ধ কখনো ভালো । তবে এখানে যা কিছু পেলাম ভালই পেলাম ! আসলে আমাদের শিক্ষা নেয়া উচিৎ এবং সেগুলো ভালো করে মনে রাখা । অনেক অনেক ভালো লাগলো !
Dr. Zayed Bin Zakir (Shawon) ভালো লেগেছে. কিন্তু কিছু লাইনের লেখা ছোট আমার বড় ইটা কিভাবে হলো?
Lutful Bari Panna "আম পড়লে যাই কুড়াতে, বিরোধ করি গাছের সাথে;/.... নিরপেক্ষর পোশাক পরে খেদাই প্রতিপক্ষ।/মানবি আমায় মনিব বলে, আমার কথা হক ক'। "- হা হা হা। দারুণ পর্যবেক্ষণ সাবের ভাই।
Lutful Bari Panna মাল মশলা সঠিক পেলে সব কিছুতে হই যে রাজী 'রীতি নীতির ধার ধারি না, চাবকি আরেক পক্ষ।/ কথায় আমি ভীষণ দড়, চালবাজিতে দক্ষ।'- একবোরে সঠিক পর্যবেক্ষণ।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i