সবুজের অবুঝ কবিতা

আহমেদ সাবের
২৬ জুন,২০১২

গল্প-কবিতার ''সবুজ'' সংখ্যা নিয়ে অন্যদের কি অবস্থা জানি না। তবে, আমার অবস্থা বেশ কাহিল। সেটা শেয়ার করার জন্য একটা কবিতা ( বা কবিতা জাতীয় কিছু) লিখে ফেললাম।

 

সবুজের অবুঝ কবিতা

 

আহমেদ সাবের

 

একে তো সবুজে নামে শুধু খরা

কবিতার লাইন, কেবলই অধরা

মাথার ঘিলুতে করে গিজ গিজ

হাজার থিমের গুচ্ছ।

কি করে বসাই কাকের মাথায়

ময়ূর পাখীর পুচ্ছ?

 

কাব্য দেবীর আরাধনা করে

কাগজ ভরাই মনে আর সেরে

লাল নীল সব রঙ মিলে যায়

সবুজ পাইনা খুঁজে।

চলবে এতেই, মনকে বুঝাই

অন্তর নাহি বুঝে।

 

ফিকে হয়ে হয়ে সবুজের রঙ

ধরে অবশেষে হরিৎ'এর ঢং -

রঙটা না হয় কাছাকাছি হল

পংতি মেলেনা শেষে।

ভেবে ভেবে হল চুল সব সাদা

বিশ লাইনের বিষে।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Lutful Bari Panna বিশ লাইনের বিষে.. হা হা হা।
আহমেদ সাবের ধন্যবাদ পান্না। গল্প-কবিতার বিশ লাইনের সীমাবদ্ধতা নিয়ে কিছু বলার জন্যই লাইনটা।
পন্ডিত মাহী ২০ লাইনের কবিতার নিয়ম গল্প-কবিতার নেওয়া এ যাবৎ কালের সবচেয়ে নিকৃষ্ট সিধান্ত। কবিতা কি ঝালমুড়ির কাগজ, নাকি টয়লেট টিস্যু!! কে কি মনে করে কে জানে! (কবিতা দারুন...)
আহমেদ সাবের ২০ লাইনের কবিতার সীমাবদ্ধতা সম্পর্কে গল্প-কবিতাকে অনেক বলা হয়েছে। আশা করি তারা লেখকদের মতামতকে মূল্য দেবেন।
আবু ওয়াফা মোঃ মুফতি সবুজের হরিত বেশ বিশের বিষে মিশে চমত্কার একটা কবিতা হলো অবশেষে! ধন্যবাদ কবিকে|
আহমেদ সাবের আবু ওয়াফা মোঃ মুফতি ভাই, কবিতা দেখলেন কই?
মামুন ম. আজিজ যেদিন বিশ বছর বয়স হয়েছিল ---একটা কবিতা লিখেছিলাম...পদ্মের বিস হাতে বিশে ...(বিস মানে কান্ড)
আহমেদ সাবের তখন ছিল বিশ বছরের ধান্দা, এখন (গল্প-কবিতার কল্যাণে) বিশ লাইনের।
তানি হক ফিকে হয়ে হয়ে সবুজের রঙ ধরে অবশেষে হরিৎ'এর ঢং - রঙটা না হয় কাছাকাছি হল পংতি মেলেনা শেষে। ভেবে ভেবে হল চুল সব সাদা বিশ লাইনের বিষে।.....অনেক অনেক সুন্দর লাগলো সাবের কাকা , শেষ প্যারা টা পড়ে রোদের ছায়া অপুর মত অবস্তা আমার ও ..সালাম ও সুভেচ্ছা ..ধন্যবাদ
আহমেদ সাবের ধন্যবাদ tani hoqe । আপনাকেও সালাম ও শুভেচ্ছা।
রোদের ছায়া শেষ প্যারাটি পড়ে হাসব নাকি কাঁদব ভেবে পাচ্ছি না ভাই .......এমন ভাবে মনের কথা কবিতায় আনা যায় ! অসাধারণ ....
আহমেদ সাবের হাসাই উচিৎ। জীবনটাকে এত সিরিয়ায় ভাবে নিলে কি চলে?
আহমাদ মুকুল বিশ লাইনের বিষ......কাকতালীয় ব্যাপার জানেন সাবের ভাই? আমিও একটা কবিতা লিখেছিলাম, দেবো দেবো করে দেয়া হয়নি, নাম ‘বিশের বিষ‘। আপনারটির মত সুন্দর হয়নি মোটেই। এই পিসিতে থাকলে এখনি এখানে দিয়ে দিতাম। কাল এখানে পোস্ট করে দেবো।
আহমেদ সাবের আপনার পোষ্টের অপেক্ষায় আছি ভাইজান।
আহমাদ মুকুল দিয়ে দিলাম ভাইজান। দেখে নিয়েন।
সিয়াম সোহানূর বাহ! চমৎকার অভিব্যক্তি । ভাল লাগলো খুব ।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i