হাসতে মানা

আহমেদ সাবের
০৯ জুন,২০১২

এ কে এম মাজহারুল আবেদিন 'এর "হাসতে নাকি জানেনা কেউ...কে বলেছে ভাই....সকাল বিকাল হাসের গোস্ত......খাচ্ছি হামেশাই...  " মন্তব্যটা আমাদের সাহিত্যে হাস্যরসের অপ্রতুলতার কথা আবার মনে করিয়ে দিল। গল্প-কবিতায় সিরিয়াস লেখার পাশাপাশি রঙ্গ-রচনায় সমান ভাবেই দক্ষ একমাত্র আহমাদ মুকুল ভাইকেই নিয়মিত পাওয়া যায়। বাকীদের উদয় বৈশাখের ঘূর্ণির মত। আমাদের হাসির দৈন্য নিয়ে আমার একটা কবিতা আছে। গল্প-কবিতার বন্ধুদের জন্য কবিতাটা এখানে দিলাম।

 

হাসতে মানা

 

আহমেদ সাবের

 

আমরা সবাই রাম-গরুড়ের পোষ মানানো বাধ্য ছানা

হুতোম প্যাঁচা দিব্যি দিল, তাই আমাদের হাসতে মানা

 

দুঃখ যেন জীবন মরণ, ঘাড়ের উপর দৈত্য দানা

দুখের সুতোয় প্যাঁচাই জীবন, হাস্য মোদের নিত্য না না

যতই মাতি কাজের ঘোরে, ঠিক গভীরে নাড়ছে কাঠি

দুঃখ বোধের সুড়সুড়িটা, পিয়াজ রসের ভরা বাটি

নাকের নীচে ধরছে ঠেসে, বলছ যেন “বঁঙ্গ ছাঁনা -

দিঁলেম তোঁদের দিঁব্যি দিঁলেম, হাঁসার মাঁঠে দিঁসনে হাঁনা।

 

কোথায় কোথায় দুঃখ আছে, জীবন ভরে নিত্য খুঁজি

দুঃখটাকে মিত্র বানাই, দুঃখবোধেই শান্তি বুঝি

দুখের মাঝে জীবন ধারণ, দুখের বুকে হচ্ছে মরণ

দুখের মালা গলায় পরে দুখকে করি নিত্য স্মরণ

এক দুখকে ভেঙ্গে বানাই, হরেক রঙের দুঃখ নানা

খুঁত ধরে যাই যথা তথা, করি সুখের জীবন কানা।

 

স্রষ্টার 'এ সৃষ্টিটা তো নয়রে ওরে খুঁতটা বিহীন

খুঁতের পিছে লেগে লেগে করিস না তোর জীবন শ্রী-হীন

কালোর পাছেই মিলবে সাদা, খুঁজরে যা পাস সত্যি ভাল

হঠাৎ পাওয়ার আনন্দেতে উঠবে জ্বলে ঝলসে আলো

কালোর দেয়াল ভেঙ্গে দিয়ে জীবন ভরে হাসি আনা

হাসির পরাগ ছড়িয়ে দিলেই মিলবে সুখের নজরানা।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বশির আহমেদ হাসতে মানা করতে গিয়ে আপনি কঠিন বাস্তবতার অবতারনা করেছেন । এমন সিরিয়াস কথা আপনাদের কয়েকজন ছাড়া গল্প কবিতায খুবই বিড়ল । মুকুল ভাই ঠিকই বলেছেন আপনি আমাদের ফাঁকি দিচ্ছেন ?
আহমেদ সাবের ধন্যবাদ বশির আহমেদ ভাই। আপনার মন্তব্যে অনুপ্রেরনা পেলাম। ভাল থাকবেন।
Azaha Sultan সাবের ভাই, যতই মানা করেন.....হাসি স্বাস্থ্যের জন্য ভাল......আপনিও হাসেন......
আহমেদ সাবের ধন্যবাদ আযাহা ভাই। রম্যগল্প আমার বেশ পছন্দের। হুমায়ুন আহমেদের গল্পের হিউমার আমি বেশ পছন্দ করি।
আহমাদ মুকুল হাসতে মানায় অনেক সিরিয়াস কথা বললেন। ছড়ায় কবিতায় কিন্তু আপনি হাসি ভালই ফুটিয়েছেন...আপনার ‘’মিয়া ভাইয়ের মাইজ্জা হোলা গেছেগোই গোল্লায়....‘‘ এখনো ভুলতে পারি না। তবে আমার মনে হয় রম্যগল্পে আপনাকে পাওয়া সম্ভব, ফাঁকি দিচ্ছেন সম্ভবত।
আহমেদ সাবের ধন্যবাদ ভাইজান। জোর করে কি হাসানো যায়। রম্যগল্প আমার কলমে আসার সম্ভাবনা কম।
আবু ওয়াফা মোঃ মুফতি বেশ ভালো লাগলো|
আহমেদ সাবের ধন্যবাদ আবু ওয়াফা মোঃ মুফতি

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i