সব জানি

আহমেদ সাবের
২৬ মে,২০১২

এক ছড়াতে দিয়ে দিলাম আমাদের দেশের অন্তহীন সমস্যার একমাত্র সমাধান। হুররে .........

 

সব জানি

আহমেদ সাবের

 

শিক্ষায় দুর্নীতি – ইতি চাহ নকলে?

পরীক্ষা বিনাতেই পাশ দাও সকলে।
ঘুষ খায় কত লোক – যদি চাহ বন্ধ,
বেতন দ্বিগুণ কর কেটে যাবে মন্দ।


দুই দলে মারামারি, ওইটুকু থামাতে -
নেতাদের মুখ গুলো ঘষে দাও ঝামাতে।
এর পরও না থামিলে দু দলের দ্বন্দ্ব,
ঘ্যাঁচ করে কেটে দাও দু নেতার স্কন্ধ।
সব গোল মিটে যাবে এসে যাবে শান্তি।
এ নহে গো ঝুট কথা, নাই কোন ভ্রান্তি।


রাস্তার যত সব যানজট থামাতে,
বাস কার বন্ধ, শুরু দাও হামাতে।
হামাগুড়ি নাহি পার দাও পদ যাত্রা-
সহজেই মিলে যাবে রাস্তার মাত্রা।
অফিসেতে দেরি হলে তাতে কোন ক্ষতি নেই-
খোলা মাঠে মার গোল, নাচ দাও ধেই ধেই।
তাতেও ঝামেলা হলে কর কিছু গোলমাল,
মাসটা কাবার কর মেরে দিয়ে হরতাল।


যদি কভু বেশী লাগে জিনিসের দামটা,
দোকানীর গাল ধরে দাও দুই ঝামটা।
রেবের দেখাও ভয়, তাতে দাম কমবে,
পার্টিটা বেশ হবে, খানাটাও জমবে।


রাস্তায় রাস্তায় ছিনতাই কমাতে,
হয়ে যাও যিশু ভাই, মন দাও ক্ষমাতে।
ওনারা দয়া করে কোন কিছু চাইলে
সরাসরি দিয়ে দাও, নো ঝামেলা পাইলে।


দাদা বলে, বল দেখি কত চালে কত ভাত?
আমি বলি সব জানি, ও টুকুতে চিৎপাত।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাঈদ হা হা হা সাবের ভাই না হেসে পারলাম না ...
আহমেদ সাবের ধন্যবাদ সাঈদ সুমন ভাই। অতি দুঃখেও মাঝে মাঝে হাসি পায় বইকি। আমরা সবই জানি, সমস্যা শুধু বাস্তবায়নে।
Azaha Sultan হাহাহা.....আমরা সব পারি ভাই,
বশির আহমেদ ছন্দে ছন্দে বাংলাদেশের বাস্তব অবস্থা তুলে এনেছেন । আমরা যারা দেশে পড়ে আছি সব দেখেও না দেখার ভান করে থাকি । সূর্য ভাইয়ের কথার প্রতিধ্বণি আমার কন্ঠেও ।
সালেহ মাহমুদ UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# সাবের ভাই বাকী রয়ে গেছে- সুর ধরিয়ে দেই........ সীমান্তে মারধর, বিএসএফি উৎপাত// ওইটা-ও মিটে যাবে যদি দিয়ে দাও হাত// ভিসাভুসা লাগবে না কলকাতা বম্বে/ মিলেমিশে যাও যদি অখন্ড বঙ্গে//........ এরকম আরো কিছু বাদ রয়ে গেছে ভাই। ধন্যবাদ।
Lutful Bari Panna আরেব্বাহ দারুণ সাবের ভাই। অনেকদিন ধরে এসব বিষয় নিয়ে ছড়া লিকতে চাচ্ছিলাম কিন্তু কেমন সিরিয়াস লেখা হয়ে যাচ্ছে। অথচ আপনি দারুণ দিলেন।
আহমেদ সাবের ছড়াটা পড়ার জন্য ধন্যবাদ পান্না। জানি না কেন, জাতি হিসাবের আমরা খুব সিরিয়াস।
সূর্য হা হা হা সাবের ভাই আপনি পারেন ও.........
আহমেদ সাবের ধন্যবাদ ব্লগের প্রথম পাঠক সূর্য। আমরা হলাম সবজান্তা। সব সমস্যার সমাধান - সে তো পান্তা।
সূর্য বেশি জানায় কষ্ট বেশি/ বাস্তবেতে পাই// চোখদুটো বন্ধ রাখলে/কোন কষ্ট নাই....... হা হা হা বুঝের মানুষেরই কষ্ট বেশি সাবের ভাই

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

ফেব্রুয়ারী ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i