কথা মালা শেষ হলে

আহমেদ সাবের
০৫ এপ্রিল,২০১২

এ মাসে (নতুন সংখ্যায়) কোন লেখা জমা দিতে পারিনি বলে কিছু বন্ধু অনুযোগ করেছেন। তাই ব্লগে এ লেখাটা দিলাম।

 

কথা মালা শেষ হলে

আহমেদ সাবের

 

কথা মালা শেষ হলে, বৃক্ষমূলে পড়ে থাকে শুধু

এতটুকু জীর্ণ ধুলা, কিছু ছেড়া অশ্বত্থের পাতা,

বিরাগী ইথারে ভাসে বিমুক্ত নিঃশ্বাস, কিছু শব্দ -

সযত্নে রচনা করে সুখ কিংবা দুঃখের পাঁচালী।



রক্তিম আক্ষেপ জ্বলে পলাশের রঙ, হিংসার সবুজ।

কিছু কিছু ভালবাসা, জ্বলে যায় জোনাকীর মত

অথবা সন্ধ্যার তারা, আকাশের কালো প্রেক্ষাপটে।

কখনো বিষাদ নামে, ব্ল্যাক হোল - কালোর গহ্বর ।



অশ্বের ক্ষুরের চিহ্ন, কদাচিৎ রেখে যায় বিবাগী তাতার

শব্দহীন কথকতা, বিমূর্ত বর্ণনা - নীরবতা ঝরে যায়,

ঝরে যায় শিশিরের মত। তবু তার চোখের তারায়

সুদীপ্ত অতীত জ্বলে ইস্পাতের ফলা, বর্তমান বিবর্ণ শালিক।



নক্ষত্র বিবাগী কেউ, রেখে যায় ভুল করে ভুল বৃক্ষ তলে

হৃদয়ের বোবা কান্না - এক গুচ্ছ রক্তিম পলাশ।

অদৃশ্য নক্ষত্র থেকে একদিন উচ্চকিত শব্দের মোড়কে

দুপুরের রোদে নামে, ক্ষিপ্রগতি চঞ্চল স্যাটেল।

 

 

 

সিডনী - জুন ২৫, ২০১০

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সালেহ মাহমুদ UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# সাবের ভাই, মিস করতে করতেও কিন্তু পেয়ে গেলাম। খুব ভালো লাগলো। গল্প-কবিতার ভুবনে যে ক’জন শিক্ষক রয়েছেন তাদেরও ওস্তাদ আপনি। তাই আপনাকে মিস করলে সবকিছু পানসে মনে হয়। কৌতুহলে সাহিত্য ব্লগে ঢুকেই আপনার লেখাটি নজর কাড়লো। কবিতাটির রিনিঝিনি আজ সারারাত আমাকে আবেশিত করে রাখবে। ধন্যবাদ। --------রক্তিম আক্ষেপ জ্বলে পলাশের রঙ, হিংসার সবুজ। // কিছু কিছু ভালবাসা, জ্বলে যায় জোনাকীর মত // অথবা সন্ধ্যার তারা, আকাশের কালো প্রেক্ষাপটে। // কখনো বিষাদ নামে, ব্ল্যাক হোল - কালোর গহ্বর । //-------- অসাধারণ, অসাধারণ।
আহমেদ সাবের সালেহ মাহমুদ ভাই, নগণ্য লেখাটা আপনার ভাল লেগেছে জেনে কৃতার্থ হলাম। শুভ কামনা থাকল।
কামরুল হাছান মাসুক সাবের ভাই কবিতাটি অনেক ভাল হয়েছে। অাগামী সংখ্যায় কোন কবিতা জমা দিয়েছেন ত। দয়া করে জানাবেন।
আহমেদ সাবের ধন্যবাদ Kamrul Hasan Masuk । না, এখনো কোন লেখা জমা দেইনি।
খোন্দকার শাহিদুল হক বেশ ভাল লাগল। খুব সুন্দর হয়েছে। দারুণ সব উপমা। কাব্যিক মান চমৎকার। আপনার জন্য শুভকামনা ও নববর্ষের শুভেচ্ছা রইল।
আহমেদ সাবের ধন্যবাদ খোন্দকার শাহিদুল হক, আপনার মন্তব্যের জন্য। ভাল থাকবেন।
খন্দকার নাহিদ হোসেন কবিতাটি তার কথামালা দিয়ে মন মাতালো। আর হ্যাঁ, বিষণ্ণতার নরম সুরটি শেষ পর্যন্তই পেলাম...। কবিতার জন্য রইলো কিছু কিছু জোনাকীর জ্বলে চলার মুগ্ধতা।
আহমেদ সাবের ধন্যবাদ নাহিদ। মূল সুরটা (বিষণ্ণতা) ঠিকই ধরেছ।
আবু ওয়াফা মোঃ মুফতি অনেক ধন্যবাদ ভাই| সেরাটা থেকে বঞ্চিত না করায়|
আহমাদ মুকুল ‘স্যাটেল’ কি স্যাটেলাইটের সংক্ষিপ্ত রূপ? খালি পাতার শূন্যতা দারুনভাবে মেটালেন। খুব সুন্দর, ভাইজান!
আহমেদ সাবের ধন্যবাদ ভাইজান। Shuttle শব্দটা বাংলায় শাটেল, শ্যাটেল কিংবা স্যাটেল হবে 'এ ব্যাপারে আপনার মিতা ( মনির মুকুল) 'এর পরামর্শ দরকার।
Azaha Sultan সাবের দা, অসাধারণ...........
পন্ডিত মাহী "কিছু কিছু ভালবাসা, জ্বলে যায় জোনাকীর মত" একম একটি লাইন যে কেউ লিখতে চাইবে, নিজের করে রাখতে চাইবে ... কিন্তু সাধ্যএ কি হয় !
আহমেদ সাবের তুমি প্রথম পাঠক। ধন্যবাদ মাহী।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i