স্বাধীন চেতনা

বৈশাখ (এপ্রিল ২০১৫)

মোঃ খোরশেদ আলম
  • 0
  • ৭১৫
স্বাধীনতা, তোমাকে খুঁজি সকালের ভেজা রোদে
কুয়াশায় ঢাকা কোন এক ভোরে ।
স্বাধীনতা তোমাকে খুঁজি ঘুমের ঘরে
হাতে নিয়ে রক্তিম পাতাকা ।

স্বাধীনতা, কোন এক বিকেলে
পতাকা হাতে বাতাসের সাথে
খোলা মাঠের ভেতর দৌড়ে দৌড়ে
চলেছিলাম মুক্ত মনে
অনুভবে ছোঁবো বলে তোমাকে।

স্বাধীনতা, তোমাকে খুঁজি মুক্ত মনে
মায়ের শাড়ীর আঁচলে ,
ঘুরে ফিরে এসে যেমনি করে ছোট্ট শিশুটি
এসে বসে মহীয়সী মায়ের কোলে ,
ঠিক তেমনি করে ।

স্বাধীনতা, তোমাকে খুঁজি
এপথ থেকে ওপথে,
পিপাসিত মনে চলতে চলতে
কোন এক অজানা পথিকের রূপ ধরে ।

স্বাধীনতা, তোমাকে খুঁজি তখনি
যখনি আসে পাখি ডাকা ভোর
চারদিকে মুখরিত থাকে
সোনালী রোদের আলো, ঠিক তখনি ।

স্বাধীনতা, তোমাকে খুঁজি ভরা রৌদ্র দুপুরে
হেটে চলা কোন এক বাঊলের একতারার সুরে,
যার গানে বাজে তোমার বীণ
স্বাধীনতা তুমি স্বাধীনতা ।

স্বাধীনতা, কিষাণের হাসি মুখে খুঁজি তোমায়,
খুঁজে পাই মসজিদে মুয়াজ্জিনের আযানের সুরে ।
স্বাধীনতা তোমাকে খুঁজি তখনি
যখনি ভেসে আসে
কোন এক গাছতলা থেকে রাখালের বাশির সুর ।
মধুর সুরে বলছে রাখাল স্বাধীনতা তুমি স্বাধীনতা
লাগছে সু-মধুর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ সাইফুল ইসলাম তুমি বস এখানেও আছো। হ্যাঁ কবিতাটি দারুণ হয়েছে। এখানে না আসলে হয়তো পড়তে পারতাম না। আর মধ্যােকথা হচ্ছে নতুন জায়গায় বেড়াতে গিয়ে পুরানো বন্ধু পেলে যা হয় আমারও সেই রকম অনুভূতি হচ্ছে। তুমি ভাল থাকো আরও সুন্দর সুন্দর কবিতা লিখো শুভকামনা রইল।

০১ ফেব্রুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪